• বিভিন্ন শিল্পের জন্য জাতীয় বিনিয়োগ ও উৎপাদন অঞ্চল তৈরি করা।
• ওই সব অঞ্চলের পরিকাঠামো হবে বিশ্বমানের। শিল্পনগরীও গড়ে উঠবে সেগুলিকে কেন্দ্র করে।
• এ ব্যাপারে চিনা মডেল থেকে ধ্যান-ধারণা নেওয়া হবে।
• গাড়ি, ওষুধের মতো শিল্প এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে।
• আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে ওই সব শিল্পাঞ্চল
• ১০ কোটি নতুন কর্মসংস্থান উৎপাদন শিল্পে সৃষ্টি করা।
• ২০২৫ সালের মধ্যে ভারতের জাতীয় আয়ে উৎপাদন শিল্পের অবদান ২৫ শতাংশে নিয়ে যাওয়া। এই মুহূর্তে তা ১৫ থেকে ১৬ শতাংশ। |