রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়, মুদ্রাস্ফীতিকে বাগে আনতে ক্রমাগত সুদ বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি ৯ শতাংশের নীচেই থাকবে বলে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের আগাম ইঙ্গিত এই ত্র্যহস্পর্শের জেরেই ভারতের অর্থনীতি ফের শাঁখের করাতের মুখে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সি রঙ্গরাজন এই পরিপ্রেক্ষিতেই ভাল বর্ষার উপর ভরসা রেখেছেন। তবে সে ক্ষেত্রেও বাজারের আগুন অক্টোবরের আগে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই বলে জানান তিনি। বর্ষার গতিবিধির দিকেই তাই এখন নজর সব পক্ষের।
বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৮ মে শেষ হওয়া সপ্তাহে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার এক ধাক্কায় পৌঁছে গিয়েছে ৯.০১ শতাংশে, যা গত দু’মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও তার আগের সপ্তাহে এই হার ৮.৫৫% থেকে নেমে এসেছিল ৮.০৬ শতাংশে। তবে গত বছর একই সময়ে এই হার ছিল ২০.৬২ শতাংশে। মুদ্রাস্ফীতি বাড়ার খবর এবং কর আদায় কম হওয়া নিয়ে সরকারের আশঙ্কার প্রভাব এ দিন পড়েছে শেয়ার বাজারেও। বাজার তেমন না-ওঠার জন্য এই কারণগুলিই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। |