কলকাতার জন্য সুখবর! মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনটি বিমান সংস্থা এই মহানগরী থেকে উড়ান শুরু করছে। এবং প্রতিটিই আন্তর্জাতিক উড়ান! কয়েক মাসের মধ্যে নতুন বিমানবন্দরও চালু হয়ে যাবে। ফলে ব্রিটিশ এয়ারওয়েজ শহর ছেড়ে চলে যাওয়ার পরে আন্তর্জাতিক উড়ানে যে-ভাটার টান শুরু হয়েছিল, তা শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কোন কোন সংস্থা আসছে? এই প্রথম কলকাতা থেকে উড়ান চালাবে সিল্ক এয়ার। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই সহযোগী সংস্থা আগামী ১ অগস্ট কলকাতা-সিঙ্গাপুর রুটে বিমান চালু করছে। সে-দিন কলকাতা বিমানবন্দরে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানিয়েছেন সিল্ক এয়ারের চিফ এগ্জিকিউটিভ মারভিন ট্যান। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ট্যান। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা সিঙ্গাপুর, ব্যাঙ্কক ও মালয়েশিয়ায় বেড়াতে যান, তাঁদের জন্য ভাল খবর। ১ অগস্ট আমি বিমানবন্দরে থাকব।”
১২ জুলাই কলকাতা থেকে চিনের শেনজেন-এ উড়ান চালু করতে চলেছে হাইনান বিমান সংস্থা। তারা সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই উড়ান চালাবে। হাইনান চিনের ‘ফাইভ স্টার’ বিমান সংস্থা বলে পরিচিত। ২৮ জুলাই কলকাতা থেকে উড়ান শুরু করছে আন্তর্জাতিক বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ। সপ্তাহের সাত দিনই কলকাতা-দোহা রুটে যাতায়াত করবে তাদের এয়ারবাস-৩২০।
কলকাতা থেকে এত দিন সপ্তাহে চার দিন ২৮৫ আসনের এয়ারবাস-৩৩০ বিমান চালাত সিঙ্গাপুর এয়ারলাইন্স। এত বড় বিমানের তুলনায় যাত্রী হচ্ছিল কম। অন্য দিকে সপ্তাহে প্রতিদিন উড়ান চালু করা যে জরুরি, তা-ও উপলব্ধি করছিল ওই সংস্থা। সিল্ক এয়ারের কর্তা ট্যান বলেন, “প্রতিদিন যে-সংস্থার উড়ান রয়েছে, লোকে তাদের বিমানে যাতায়াত করতেই স্বচ্ছন্দ বোধ করেন।” ১ অগস্ট থেকে কলকাতা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে চারটি উড়ান চালাবে সিল্ক এয়ার। সিঙ্গাপুর এয়ারলাইন্স চারটির বদলে উড়ান-সংখ্যা কমিয়ে করবে তিন। দুই সংস্থা মিলে সপ্তাহে সাতটি উড়ান চালাবে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো সিল্ক এয়ারেও ইকনমি শ্রেণির সঙ্গে বিজনেস শ্রেণি থাকবে। ভাড়াও একই রকম। |