|
|
|
|
পঞ্চায়েতে ‘দুর্নীতি’র প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা ²মুরারই |
ইন্দিরা আবাস যোজনা-সহ পঞ্চায়েতে নানান উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগ এনে মুরারই ২ পঞ্চায়েত সমিতির জাজিগ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লক প্রধানের কাছে স্মারকলিপি দিল এলাকার কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ প্রকল্পে পঞ্চায়েত এলাকার বাসিন্দা নয় অথচ লাগোয়া মুর্শিদাবাদ জেলার এক বাসিন্দাকে প্রকল্পের গৃহ নির্মাণ বাবদ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, দারিদ্রসীমার নীচে বসবাসকারী বাসিন্দাদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা যথাযথ মানা হচ্ছে না। এর ফলে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রাপকেরা।
এ দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই স্মারকলিপি ঘিরে অশান্তির আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনও অশান্তি বা বিশৃঙ্খলা হয়নি। এলাকায় কংগ্রেস নেতা পঞ্চহরের নাসিরুদ্দিন শেখ, জাজিগ্রামের বাবলু হালদারের অভিযোগ “পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ নলকূপ খারাপ। যেগুলি সংস্কার করা হয়েছে বলে দেখানো হয়েছে সেগুলি আদৌ সংস্কার করা হয়নি।” তাঁদের দাবি, “পঞ্চহর গ্রামে পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ক্ষেত্রে প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। ১০০ দিন প্রকল্পে দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে। রাস্তাঘাট সংস্কার করা হয় না।” আন্দোলনকারীদের দাবি, পঞ্চায়েতে স্মারকলিপি নেওয়ার পর প্রধান সন্ধি মণ্ডল এরকম ত্রুটি আর হবে না বলে লিখিতভাবে জানিয়েছেন। অন্য দিকে, পঞ্চায়েত প্রধানের পরিবর্তে তাঁর স্বামী সিটু মণ্ডল বলেন, “কোনওরকম দুর্নীতি করা হয় নি। ভাল ভাবেই কাজ চলছে। আন্দোলনকারীদের দাবি মেনে কাজ করা হবে।”
|
|
|
|
|
|