পুলিশের উপর ‘আক্রমণে’র অভিযোগে ১৬ জনকে আটক করল ইলামবাজার থানার পুলিশ। আটক সকলেই স্থানীয় সুনুট গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বেআইনি পোস্ত চাষের অভিযোগে পুলিশ ওই গ্রামের বাসিন্দা আবদুল হককে গ্রেফতার করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। অভিযোগ, ওই সময় পুলিশের দিকে ইট-পাটকেলও ছোড়েন তাঁরা। বাধা পেয়ে পুলিশ ফিরে আসে। এ দিন এসডিপিও (বোলপুর) বিশ্বজিৎ মাহাতো’র নেতৃত্বে পুলিশ ওই গ্রামে গিয়ে ১৬ জনকে আটক করে। বিশ্বজিৎবাবু বলেন, “পুলিশের উপর আক্রমণ করার অভিযোগে সুনুট গ্রামের ১৬ জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।” অন্য দিকে, গ্রামবাসীর অভিযোগ, এ দিন পুলিশ গ্রামে গিয়ে বাসিন্দাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি জাফরুল ইসলামের দাবি, “এসডিপিওর নেতৃত্বে পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের মারধর করেছে। এমনকী, মহিলা ও শিশুদের উপরও অত্যাচার চালানো হয়েছে। পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিষয়টি নিয়ে আমরা অভিযোগ জানাব।” পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বিশ্বজিৎবাবু বলেন, “আমরা অপরাধী ধরতে গিয়েছিলাম। কারও উপরে কোনও অত্যাচার হয়নি।”
|
মাঠে ক্রিকেট খেলার সময়ে বাজ পড়ে মৃত্যু হল এক তরুণের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ায় বলরামপুরের জুরাডি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ হেমব্রম (১৮)। জুরাডি গ্রামে তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে হঠাৎ বাজ পড়লে দীনেশ এবং তাঁর বন্ধু সন্তোষ হেমব্রম জখম হন। দু’জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দীনেশকে মৃত বলে জানিয়ে দেন। সন্তোষ হাসপাতালে চিকিৎসাধীন।
|
আইএনটিউসি অনুমোদিত সিউড়ি ডিপোর নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সন্তোষকুমার ঘোষকে বহিষ্কার করে ওই ডিপোরই কর্মী বিমলেন্দু সাহাকে সম্পাদক করা হল। বৃহস্পতিবার এ কথা জানান আইএনটিউসির জেলা সভাপতি মৃণাল বসু। তিনি বলেন, “সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সত্যানন্দ দত্ত দলবিরোধী কাজের জন্য আগেই সংগঠনের সিউড়ি ডিপোর সম্পাদককে বহিষ্কার করেছেন এবং বিমলেন্দু সাহাকে সম্পাদক করা হয়েছে বলে লিখিত ভাবে জানিয়েছেন। এ দিন তা জানানো হল।” সন্তোষবাবু অবশ্য বলেন, “দলবিরোধী কাজের অভিযোগ ভিত্তিহীন। বহিষ্কারের চিঠিও হাতে পাইনি। ওঁরা নিজেরা দিশেহারা হয়েই এ সব বলছেন।”
|
প্রায় ছ’মাস আগে সাংসদ কোটার টাকায় অ্যাম্বুল্যান্স কিনে দিতে চেয়ে তৃণমূল পরিচালিত হেতমপুর পঞ্চায়েতকে চিঠি দিয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পঞ্চায়েতকে বলা হয়েছিল দ্রুত একটি ‘কোটেশন’ জমা দিতে। অভিযোগ, ছ’মাস পরেও চিঠির উত্তর দেননি প্রধান। কোটেশন পাঠাতে এত দেরি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী-সহ দলেরই একাংশ। প্রধান চায়না দাস বলেন, “এক কর্মী অবসর নেওয়ায় উত্তর দিতে দেরি হল। শীঘ্রই কোটেশন পাঠানো হবে।” আর শতাব্দী রায়ের বক্তব্য, “সুযোগ পেয়েও কেউ যদি তা কাজে লাগাতে না চায় তা হলে কী ভাবে উন্নয়নের কাজ হবে!”
|
অস্বাভাবিক মৃত্যু হল এক রেলকর্মীর। মৃতের নাম অজয় হাজরা (৫০)। বাড়ি রামপুরহাট পুরসভা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি অবসাদে কীটনাশক খেয়েছেন। বুধবার রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, বৃহস্পতিবার সকালে রামপুরহাট মহকুমা হাসপাতালে কীটনাশক খেয়ে ভর্তি হওয়া এক যুবকের অপমৃত্যু হয়। মৃতের নাম রবি শেখ (২৭)। বাড়ি মাড়গ্রামের হেতাপাড়ায়। পুলিশের অনুমান, ওই যুবক পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন। |