টুকরো খবর
রায়নায় তৃণমূল নেতাদের মারধর, গ্রেফতার তিন
²
একশো দিনের কাজের হিসাব চাওয়ায় তিন তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার রায়নার দেবীবরপুরে এই ঘটনায় জখম ওই তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। স্থানীয় তৃণমূল নেতা শৈলেন ঘোষ জানান, প্রসেনজিৎ দিগের, প্রবীর মালিক ও প্রতাপ মালিক নামে তাঁদের তিন নেতা গ্রামের একশো দিনের কাজের সুপারভাইজার লক্ষ্মীকান্ত বাস্কেকে ঘেরাও করে প্রকল্পের হিসাব চান। এর পরেই সিপিএম কর্মী-সমর্থকেরা তাঁদের পাল্টা আক্রমণ করে। রায়না থানার পুলিশ জানায়, হিসাব চেয়ে সুপারভাইজারকে তৃণমূলের লোকজন ঘেরাও করলে প্রথমে বচসা, তা থেকে সংঘর্ষ বাধে। পাঁচ সিপিএম নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে তিন জনকে ধরা হয়। সিপিএমের রায়না জোনাল কমিটির সম্পাদক শ্যামাপদ পাল অবশ্য ঘটনার কথা জানা নেই বলে জানিয়েছেন।

জামিন পেলেন ২ তৃণমূল নেতা
৪ জুন সিপিএমের পাঁচ নেতাকে বর্ধমানের সরাইটিকর গ্রামে আটকে রেখে মারধর ও তাঁদের কোমরে দড়ি পড়িয়ে গ্রামে ঘোরানোর দায়ে গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা শেখ জামাল ও কর্মী শেখ রাজুকে জামিন দিল সিজেএম আদালত। বৃহস্পতিবার পুলিশ আদালতকে জানায়, আঘাত গুরুতর হওয়ায় অভিযোগকারী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু অভিযুক্তদের আইনজীবী বিশ্বজিৎ দাস ওই হাসপাতালের নথি দেখিয়ে বলেন, “অভিযোগকারী ডিওয়াইএফ নেতা শ্রীকান্ত ঘোষ ঘটনার দিন ওই হাসপাতালে ভর্তি হলেও তিনি ৬ জুন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাই তাঁর গুরুতর আঘাতের ঘটনা সম্পর্কে পুলিশের দাবি সঠিক নয়।” সিজেএম চিন্ময় চট্টোপাধ্যায় এ দিনের এই শুনানির পরে দুই ধৃতের অন্তবর্তী জামিনের নির্দেশ দিয়ে তদন্তকারী অফিসারকে ২৩ জুনের মধ্যে ঘটনাটির রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

আওগ্রামে বোমাবাজি
আউশগ্রাম থানার আওগ্রামে বুধবার রাতে বোমাবাজি করল এক দল দুষ্কৃতী। সিপিএমের মদতেই ঘটনাটি ঘটেছে বলে কয়েক জন সিপিএম নেতা ও কর্মীর বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযাগ দায়ের করেন তৃণমূল সমর্থক তপন সিংহ। তাঁর অভিযোগ, “স্থানীয় একটি জায়গা দীর্ঘ দিন ধরেই দখল করে রেখেছিলেন সিপিএমের কয়েক জন নেতা। জমিটি দখলমুক্ত করি আমরা। তার জেরেই সিপিএম গ্রামে বোমাবাজি করেছে। পুলিশকে বার বার বলেও গ্রামে নিয়ে এসে বোমা উদ্ধার করানো যায়নি।’’ সিপিএমের আউশগ্রাম জোনাল কমিটির সম্পাদক অচিন্ত্য মজুমদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, “তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই ঘটনাটি ঘটেছে। এতে আমাদের কেউ যুক্ত নন।” আউশগ্রাম থানা সূত্রে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

মজুরি মিলছে না, বিক্ষোভ
একশো দিনের কাজে সঠিক মজুরির দাবিতে বিক্ষোভ দেখানো হল মন্তেশ্বর ব্লক অফিসে।
একশো দিনের কাজ করে ন্যুনতম মজুরি মিলছে না, এই অভিযোগে বৃহস্পতিবার মন্তেশ্বরের বিডিও কার্যালয়ে বিক্ষোভ দেখাল ধাওড়াপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় একটি পুকুর খননের কাজ চলছে। যেখানে সরকার নির্ধারিত একটি পরিমাপের জন্য দেওয়া হচ্ছে ১৩০ টাকা। অথচ নির্ধারিত পরিমাপের মাটি সারাদিনের চেষ্টাতেও কাটা সম্ভব হচ্ছে না। যা কাজ হচ্ছে, সেই অনুযায়ী পুরুষেরা কেউ পাচ্ছেন ৪০ টাকা আবার কেউ ৬০ টাকা। মহিলাদের ক্ষেত্রে কখনও কখনও মেলে ১৫ টাকাও। বিক্ষোভকারী মানিক ঘরুই, প্রশান্ত সাঁতরা, আলপনা বাগের কথায়, “যদি সারাদিন কাজ করে ১০০ টাকাও মজুরি না মেলে, তবে সংসার চলবে কেমন করে?” বিডিও কাযার্লয় সূত্রে জানা গিয়েছে, নিদির্ষ্ট নিয়ম মেনেই মজুরি দেওয়া হবে। ক্ষোভের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম মদন সাঁই (৭০)। মন্তেশ্বরের বামুনিয়া বাজারে সাইকেল নিয়ে যাওয়ার সময়ে পিছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। বাসিন্দারা বাসটি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক। অন্য দিকে, এক অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্তেশ্বর ব্লকের শ্যামনগর গ্রামের মাঠে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।

ভাতা মেলে না, ক্ষোভ
বার্ধক্য ও বিধবা ভাতা মিলছে না মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েত এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, কারও আট মাস, কারও আবার তারও বেশি সময় ধরে ভাতার টাকা মিলছে না। সম্প্রতি ৫৫ জন বৃদ্ধ-বৃদ্ধা বিডিও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। দ্রুত ভাতার টাকা মিলবে ব্লক প্রশাসনের এই আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তাঁরা।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.