|
|
|
|
বর্ধমানে পৃথক পথ দুর্ঘটনায় মৃত তিন |
নিজস্ব সংবাদদাতা ²বর্ধমান |
পথ দুর্ঘটনার মৃত্যু হয়েছে এক ছাত্রের। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। মৃতের নাম অভিষেক ভকত (১৭)। বাড়ি বর্ধমান শহরের পুরাতন চকের আহেরি পাড়ায়। সে শহরের ইস্ট-ওয়েস্ট স্কুল থেকে আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র। এই দুর্ঘটনায় আরও তিন স্কুল ছাত্র আহত হয়। পুলিশ ও অভিষেকের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে অভিজিৎ নামে এক বন্ধুর সঙ্গে অভিষেক স্কুলে যায় ভর্তির তালিকা দেখতে। রাস্তায় একটি ট্রাককে প্রচণ্ড গতিতে পাশ কাটিয়ে যেতে গিয়ে অপর দুই স্কুল ছাত্রের বাইকের সঙ্গে ধাক্কা লাগে অভিজিতের বাইকের। এই ঘটনায় আহত তিন জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল অভিষেকের।
অন্য দিকে, বুধবার রাতে বর্ধমান শহরের তেলিপুকুরে এক মেকানিক ট্রাকের নিচে শুয়ে সেটিকে সারানোর সময় অপর একটি লরির টায়ার ফেটে সেটি গড়াতে শুরু করে। এই লরিটি দাঁড়িয়ে থাকা অপর একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা মারলে সেটি গিয়ে ধাক্কা মারলে মৃত্যু হয় প্রথম লরিটিতে। মারা যান মেকানিক আতর আলি (৫৫)। তাঁর বাড়ি স্থানীয় মীরছোবায়।
এ দিকে, বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুর থেকে কলকাতা যাওয়ার পথে জামালপুর থানার জৌগ্রামের কাছে ট্রাক থামিয়ে চালক চা খাওয়ার সময় অপর একটি ট্রাক, এই ট্রাকটিকে ধাক্কা মারলে গুরুতর আহত হন নতুন সিংহ (২২)। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের ফতেপুর জেলার টুঁজা গ্রামে। |
|
|
|
|
|