টুকরো খবর
পথ দুর্ঘটনা, মৃত দু’জন
অরুণাচল থেকে ফেরার পথে বেহাল রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের দু’জনের। মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে গাড়িটি উল্টে যায়। চালক-সহ গাড়িটিতে তিন জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চন্দননগরের বাসিন্দা অরিন্দম সেনের (৩৫)। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথে চালক মুর্শেদ আলি (৩০) মারা যান। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অপর আরোহী, চুঁচুড়ার বিভাস অধিকারী গুরুতর জখম হন। তাঁকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। অরিন্দম বেলুড়ের একটি অ্যালুমিনিয়াম কারখানায় চাকরি করতেন। রামকৃষ্ণ মিশনের নানা শাখায় জিনিস সরবরাহ করতেন। সেই কাজেই দিন কয়েক আগে তিনি অরুণাচল যান। সঙ্গে ছিলেন মুর্শেদ এবং বিভাস। মুর্শেদের সঙ্গে কারখানা সূত্রে আলাপ আর বিভাসকে তিনি আগে থেকেই চিনতেন অরিন্দম। বিভাসের চুঁচুড়ায় একটি গ্যারাজ রয়েছে। অসমে অরিন্দমের মামার বাড়ি। মামার গাড়ি দেখানোর জন্য বিভাসকে সঙ্গে নেন অরিন্দম। অরুণাচলের কাজ সেরে অসম হয়ে গাড়িটি নিয়ে ফিরছিলেন অরিন্দমরা। ইসলামপুরে ভাঙাচোরা জাতীয় সড়কে উঠতেই গাড়ি উল্টে যায়। এ দিন দুপুর পর্যন্ত অরিন্দমের পরিচয় নিয়ে ধন্দে ছিল পুলিশ। পরে পরিবারের লোকেরা টেলিফোনে ইসলামপুর থানায় যোগাযোগ করে অরিন্দমের গলার হার এবং হাতের আংটির বিবরণ শুনে শনাক্ত করেন।

হোমে মন্ত্রী
ছবি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।
সরকারি হোম থেকে উধাও হওয়ার ৩ দিন পরেও এক কিশোরীকে কেন উদ্ধার করা গেল না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন শিশু ও নারী এবং সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। মঙ্গলবার দুপুরে হোমে যান মন্ত্রী। সুপারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ওই হোম থেকে এক নাবালিকা কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা হোমের সুপার জেলাশাসক, পুলিশ সুপার কাউকে জানাননি। আমাদের আশঙ্কা ওই নাবালিকাকে পাচার করা হয়েছে। উনি ঠিকঠাক কাজ করেননি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” মন্ত্রী বলেন, “ জেলা প্রশাসন ও পুলিশকে বলেছি, যে ভাবে হোক নাবালিকা কিশোরীকে উদ্ধার করুন। কী ভাবে হোম থেকে এক জন নাবালিকা কিশোরী উধাও হল তা জানতেই হবে। আর এর জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড়া হবে না।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সী সঙ্গীতা বল নামে এক নাবালিকা কিশোরীকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে মালদহের সরকারি হোম থেকে পাওয়া যাচ্ছে না।

নিয়োগ নিয়ে নালিশ
ঋণ বিলি এবং অস্থায়ী কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের বিরুদ্ধে। মঙ্গলবার বালুরঘাটে তৃণমূলের দুই বিধায়ক সত্যেন রায় ও বাচ্চা হাঁসদার নেতৃত্বে জেলা এসসি, এসটি ও ওবিসি সেলের ব্যানারে কর্মীরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান। সেলের সভাপতি তথা বিধায়ক সত্যেন রায় অভিযোগ করেন, “ব্যাঙ্কের চেয়ারম্যান, ফরওয়ার্ড ব্লক নেতা কয়েক লক্ষ টাকা ঋণ বিলি এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতিতে জড়িত। অবিলম্বে তদন্ত করে কর্তৃপক্ষকে আইনগত পদক্ষেপ নিতে হবে। তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা বলেন, “ওই সমবায় ব্যাঙ্কে নতুন প্রতিনিধি নিয়োগ না-হওয়া পর্যন্ত ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা যাবে না। ব্যাঙ্কের মনোনীত বোর্ডের নেতারা অবৈধ ভাবে আত্মীয়দের যে ঋণ দিয়েছেন তা খতিয়ে দেখতে হবে।” ব্যাঙ্কের চিফ এগজিকিউটিভ অফিসারকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়ে নেতৃবৃন্দ তদন্তের দাবি জানান। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ব্যাঙ্কের চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস বলেন, “নিয়ম মেনে স্ত্রী-শ্যালিকাকে ঋণ দেওয়া হয়েছে। ক্যাজুয়াল কর্মী নিয়োগেও কোনও অসঙ্গতি নেই।”

হদিস মেলেনি বধূর
এক বধূকে অপহরণের অভিযোগে অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ছয়টিয়াবস্তির বাসিন্দারা। সোমবার সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বাজার যাওয়ার পথে রাজিয়া আজমি নামে এক গবধূ অপহৃত হন। এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন। তার পরেও ওই গৃহবধূ উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

বিনোদন পার্ক চালু
রায়গঞ্জ পুরসভার উদ্যোগে চালু হল আধুনিক বিনোদন পার্ক। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ওই পার্কের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সি। পার্কে টয়ট্রেন, হেলিকপ্টার, ড্যান্সিং রাইড সহ বিভিন্ন খেলার উপকরণ বসানো হয়েছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

সদলে দলবদল
মালদহ জেলা ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি উজ্জ্বল শেখ, সাধারণ সম্পাদক পিন্টু সাহা, সম্পাদক মইনুল ইসলাম, সামিম খান্নানও-সহ শতাধিক ছাত্র পরিষদ সমর্থক মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিয়েছে। এদিন দুপুরে মালদহ সদরঘাটে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের শিশু ও নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের হাত থেকে টিএমসিপি-র পতাকা তুলে নেন উজ্জ্বলবাবু-সহ অন্যরা। জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী বলেন, “যাঁরা আগে থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের আটকাব কী করে। আর যাতে কেউ সংগঠন না যায় সেই ব্যাপারে উদ্যোগী হয়েছি।”

অজ্ঞাতপরিচয় দেহ
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার মেখলিগঞ্জ থানার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দ্বারিকামারি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শিউলি নদীর পাড়ে ওই পচাগলা দেহ পড়ে থাকতে বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৩৫।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.