|
|
|
|
পঞ্চায়েত সমিতির ‘উদাসীনতা’ |
পুরুলিয়ায় ব্যাঙ্কে লুঠ ২ লক্ষ টাকা |
নিজস্ব সংবাদদাতা² পুরুলিয়া |
ভরদুপুরে ব্যাঙ্কে হানা দিয়ে টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার পুরুলিয়া শহরের টাটা রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঘটনাটি ঘটেছে। এর পরে পুলিশ শহর ও লাগোয়া এলাকায় তল্লাশিতে নামলেও সন্ধ্যা পর্যন্ত কেউ ধরা পড়েনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টাটা রোডের উপরে পুরুলিয়া জিলা স্কুল মোড়ের অদূরে একটি নির্মীয়মাণ কমপ্লেক্সের দোতলায় ব্যাঙ্কটির অবস্থা। এ দিন দুপুর ১টা নাগাদ ওই ব্যাঙ্কে হানা দেয় কিছু যুবক। সেই সময় ব্যাঙ্কে মেরেকেটে তিন-চার জন গ্রাহক ছিলেন না। ব্যাঙ্কের প্রধান প্রবেশপথের কাছেই ম্যানেজারের বসার জায়গা। তিন দুষ্কৃতীর এক জন গেট আগলে দাঁড়ায়। এক জন ম্যানেজারের কাছে যায়। অন্য জন চলে যায় ক্যাশ কাউন্টারে। তিন জনই দ্রুত ‘পজিশন’ নিয়ে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে। প্রবেশপথের কাছে দাঁড়িয়ে থাকা দুষ্কৃতী গেট আটকে দেয়। গ্রাহক ও কর্মীদের মোবাইল বন্ধের নির্দেশ দেয় তারা। ক্যাশিয়ার শিপ্রা ঘোষের কথায়, “আমার কাছে এক যুবক এসে রিভলভার দেখিয়ে হিন্দিতে বলে ‘তাড়াতাড়ি টাকা দাও’। এর পরেই আমাকে কোনও সুযোগ না দিয়ে সে নিজেই ড্রয়ার টেনে দ্রুত টাকার বান্ডিল ব্যাগে ভরে নেয়।”
ব্যাঙ্কের ম্যানেজার অশোককুমার মাজি বলেন, “কমবেশি মিনিট পাঁচেকের মধ্যে ওরা অপারেশন সেরে চম্পট দেয়। যাওয়ার সময় দুষ্কৃতীরা সঙ্গে আনা তালা মেরে দেয় গেটে। তবে চাবিটা ছুড়ে দেয় কাছাকাছি।” ব্যাঙ্ক কর্মীরা পরে অ্যালার্ম বাজারেও দুষ্কৃতীরা ততক্ষণে পগারপার। পুলিশের সন্দেহ, ব্যাঙ্কের বাইরে দাঁড় করানো মোটরবাইকে চেপে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সি সুধাকর। তিনি জানান, ডাকাতদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, কিছু দিন আগে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঠিক একই কায়দায় ডাকাতি করেছিল দুষ্কৃতীরা। এ বার হানা হল শহরের ব্যাঙ্কেই। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, মোট ২ লক্ষ ১৯ হাজার ৫৩৭ টাকা লুঠ হয়েছে। |
|
|
 |
|
|