টুকরো খবর
পানীয় জলের সমস্যা ঢোলাহাটের গ্রামে
মাস তিনেক ধরে গ্রামের তিনটি পানীয় জলের কলই খারাপ। এই পরিস্থিতি কুলপি ব্লকের ঢোলাহাট পঞ্চায়েতের বেলুনি গ্রামের। এখানে বসবাস করেন হাজার চারেক মানুষ। নলকূপ বিকল হওয়ায় গ্রামের লোককে মিনিট পনেরো হেঁটে ঢোলাহাট কিংবা নন্দকিশোরপুর গ্রাম থেকে জল আনতে হচ্ছে। হাইমাদ্রাসা শিক্ষক তথা স্থানীয় বাসিন্দা সইদুল্লা কয়াল, জাহাঙ্গির মোল্লাদের বক্তব্য, গ্রামে নলকূপের দাবিতে বিধানসভা ভোট বয়কট করা হয়েছিল। পরে অবশ্য নেতারা প্রতিশ্রুতি দেন, জলের ব্যবস্থা করা হবে। সেই মতো ভোট বয়কটের ডাক প্রত্যাহার করা হয়। কিন্তু পরিস্থিতি এখনও বেহাল। প্রশাসনকে এই সমস্যার কথা জানানো হয়েছে বলে গ্রামের মানুষ জানিয়েছেন। কুলপির বিধায়ক সুদীপ্ত দেবনাথের বক্তব্য, ওই গ্রামে নলকূপ নিয়ে সমস্যার অভিযোগ এসেছে। দ্রুত ওই এলাকায় নলকূপ বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবকের
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। বসিরহাটের মৈত্রবাগানের বাসিন্দা অভিজিৎ রায় (২৮) নামে ওই যুবক গত ২১ মে রাতে রান্নাঘরে অগ্নিদগ্ধ হন। একই অবস্থা হয় তাঁর স্ত্রী পিঙ্কি রায়েরও। দু’জনকে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতে মারা যান অভিজিৎ। কী ভাবে ওই দম্পতি অগ্নিদগ্ধ হলেন, তা তদন্ত করছে পুলিশ।

গাছ থেকে পড়ে মৃত
বাড়ির পাশের গাছে জাম পাড়তে উঠে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের শেওড়দা গ্রামে। মৃতের নাম জানে আলম খান (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাল ভেঙে যাওয়ায় ওই যুবক নীচে পড়ে যান। মাথায় চোট পান। মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝুলন্ত দেহ রামনগরে
গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ভবানীপুর গ্রামে। মৃতের নাম টুকিনা খাতুন (১৪)। পুলিশের অনুমান, পারিবারিক কারণে অভিমানে আত্মঘাতী হয়েছে কিশোরী। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের তারাগঞ্জ গ্রামে। মৃতের নাম খইরুল আলম শেখ (২৮)। বাড়ি স্থানীয় গোদিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক আত্মীয়ের বাড়িতে গিয়ে বিদ্যুৎস্তম্ভে উঠেছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল প্রথম শ্রেণির এক ছাত্রের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জের মালোপাড়ায়। মৃতের নাম শুভ মণ্ডল (৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নান করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে কোনও ভাবে সে পা পিছলে পড়ে যায়। জলে ছটফট করতে থাকা শুভকে বাঁচাতে আশপাশে থাকা লোকজন ঝাঁপিয়ে পড়েন। কোনও মতে তাকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত্যু
অটোরিকশা থেকে মুখ বাড়িয়ে পানের পিক ফেলতে গিয়ে পাশ দিয়ে যাওয়া লরির ধাক্কা মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার দুর্ঘটনাটি ঘটে বাদুড়িয়ায়। মৃতের নাম কালীদাস সেন (৬৬)। বাড়ি স্বরূপনগরের তেঁতুলিয়ায়।

অস্ত্র-সহ গাংনাপুরে গ্রেফতার ১ জন
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গাংনাপুর থানার পুলিশ। ধৃতের নাম নিতাই দাস। বাড়ি অনন্তপুর দাসপাড়া। নিতাইবাবুএকটি খুনের ঘটনায় অভিযুক্ত। তিন মাস জেলে থাকার পরে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসেন। সোমবার রাতে তার বাড়িতে হানা দিয়ে এক রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

সংঘর্ষে জখম ১১
মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন ১১ জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের সানবাঁধি গ্রামে। পুলিশ জানায়, সকালে মাছ ধরা নিয়ে সানবাঁধি গ্রামের হামিদ আলির সঙ্গে প্রতিবেশী সুকুর আলির বচসা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় সালিশি সভা হওয়ার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই সভায় যাওয়ার পথেই দু’পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। আহতেরা মহকুমা হাসপাতালে ভর্তি।

দুর্ঘটনা, মৃত ২
অটো-মিনিডরের সংঘর্ষে দু’জনের মৃত্যু হল। জখম আরও দুই। মঙ্গলবার, নরেন্দ্রপুরের এনএসসি বসু রোডে। আহতেরা নার্সিংহোমে ভর্তি। পুলিশ জানায়, অটোটি মিনিডরের সামনে গিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহামায়াতলার বাসিন্দা বিভূতিভূষণ ব্রহ্ম (৫৫) নামে এক যাত্রীর। তাঁর স্ত্রী মৌসুমীদেবীও গুরুতর আহত হন। গোলাম আলি (৪৬) নামে তেমাথা গ্রামের বাসিন্দা এক জনকে পরে নার্সিংহামে মৃত ঘোষণা করা হয়। গাড়ি দু’টি আটক হয়। দুই চালকই পলাতক।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.