|
|
|
|
বাঁধের জমি অধিগ্রহণ নিয়ে আলোচনা শুরু |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার আয়লা-বিধ্বস্ত এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া এবং ওই দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল। মানসবাবু পরে বলেন, “এই জেলায় মোট ৭৭৮ কিলোমিটার আয়লার ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ২৬৩ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য প্রয়োজন হবে ৬ হাজার একর জমি। সেই জমি কী ভাবে অধিগ্রহণ করা হবে, তা নিয়ে এ দিন আলোচনা হয়েছে।” সেচমন্ত্রী জানান, প্রকল্পটির জন্য ৫ হাজার ৩২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মোট ১৪ হাজার একর জমি অধিগ্রহণ করা হবে। জমি অধিগ্রহণের জন্য চলতি বাজার দরে জমির আর্থিক মূল্য দেওয়া হবে। অধিগ্রহণের শুরু থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সময়ের মধ্যে জমির মালিকদের ১২ শতাংশ সুদও দেওয়া হবে। জমির পরিমাণ খতিয়ে দেখে পরিবার-পিছু এক জনের কাজের ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে।
এ দিন আলোচনায় ছিলেন জেলাশাসক-সহ সেচ ও জলপথ দফতরের সচিব, বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকের বিডিও, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সাংসদ এবং সিপিএমের জেলা সভাধিপতি ভরত দাস। ভরতবাবু বলেন, “বসতি এলাকার পাশাপাশি সুন্দরবনকে রক্ষা করতে গেলে নদীবাঁধ শক্ত করা প্রয়োজন। কী ভাবে জমি অধিগ্রহণ হবে সে ব্যাপারেও আলোচনা হয়।” |
|
|
 |
|
|