পওয়ারের নিয়মকে একহাত নিলেন বাট
দু’হাজার পনেরো সালের পরে ঘুরিয়ে-ফিরিয়ে (রোটেশনাল) আইসিসি প্রেসিডেন্ট নির্বাচন সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটের নিয়ামক সংস্থার নতুন এই সিদ্ধান্তের আগাম খবরে রীতিমতো ক্ষিপ্ত পাকিস্তান বোর্ডের প্রধান ইজাজ বাট। তিনি জানাচ্ছেন এ মাসের শেষে আইসিসি-র সভায় এমন কোনও চেষ্টা হলে পাকিস্তান ঝড় তুলবে। বাট বলেছেন, “এ রকম একটা খবর শুনে বিশ্বাসই হচ্ছে না। আর তো মাত্র কয়েক দিন পরেই আইসিসি-র সভা। তা হলে কারও সঙ্গে কথা না বলে কেন এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে! বুঝতে পারছি না, ওদের কীসের এত তাড়া। আইসিসি-র সভায় নিশ্চিত ভাবেই আমরা এ রকম কোনও প্রস্তাব এলে তার বিরোধিতা করব।”
এখন আইসিসি প্রেসিডেন্ট শরদ পওয়ার। এক বছর পরে তাঁর মেয়াদ শেষ হলে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাক। কিন্তু ‘রোটেশন’ বন্ধ হয়ে গেলে, তার পরে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি যথাক্রমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হারাবেন। বোঝাই যাচ্ছে, বাটের এতটা উত্তেজিত হওয়ার কারণ কী। হংকংয়ে ২৮ জুন আইসিসির সভায় বাংলাদেশও সম্ভবত ‘রোটেশন’ বন্ধের বিরোধিতা করবে। গতকাল আইসিসি-র প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট এহসান মানি-ও ইঙ্গিত দেন, গোটা উদ্যোগটা নাকি ভারতের ষড়যন্ত্র! তাঁর আশঙ্কা, ‘রোটেশন’ উঠে গেলে ভারতেরই কেউ হয়তো প্রেসিডেন্ট হওয়ার জন্য ঝাঁপাবেন। তবে ‘রোটেশন’ তুলে দেওয়ার ব্যাপারে আইসিসি সফল হবে বলেই মনে করছে ক্রিকেটমহল। নতুন প্রস্তাবে নাকি ইতিমধ্যেই দশটি দেশ সম্মতি-স্বাক্ষর করে দিয়েছে।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.