আফ্রিদি নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রাক্তন পাক অধিনায়কের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার অভিযোগ এনেছিল বোর্ড। শুরু হতে যাচ্ছিল শুনানিও। ক্ষুব্ধ আফ্রিদি বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান। এ দিন তাঁর আবেদনকে যুক্তিযুক্ত বলে সিন্ধ্ হাইকোর্ট পাক বোর্ডের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল। ৯ জুনের মধ্যে পাক বোর্ডকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। আফ্রিদির আইনজীবী জানিয়েছেন, স্থগিতাদেশের ফলে তাঁর মক্কেলের বিরুদ্ধে বোর্ডের ধার্য করা কোনও শাস্তিই আর কার্যকর থাকছে না। যদিও এই স্থগিতাদেশের ফলে আফ্রিদির হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি খেলার দরজা খুলে গেল কিনা এখনই বলা যাচ্ছে না। আফ্রিদিকে পাক বোর্ডের শো-কজ নোটিশ ধরানো, চুক্তি বাতিল করা, নো-অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার সিদ্ধান্তখুঁটিয়ে দেখবে আদালত। তাতেই হয়তো অনেকটা সময় চলে যাবে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আফ্রিদির কাউন্টি খেলার সম্ভাবনার।
|
দুই অধিনায়কের সঙ্গে কাজ করতে অসুবিধে হবে না বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার নতুন কোচ গ্যারি কার্স্টেন। গ্রেম স্মিথকে টেস্ট অধিনায়ক রেখে দেওয়া হলেও ওয়ান ডে এবং টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে এবি ডে’ভিলিয়ার্সকে। “দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য এটা একটা ইতিবাচক পদক্ষেপ। স্মিথ আর এবি দু’জনেই অভিজ্ঞ এবং প্রতিভাবান। এটা সফল না হওয়ার কোনও কারণ নেই,” এ দিন বলেছেন কার্স্টেন। ৪৩ বছরের কার্স্টেনের সঙ্গে প্রোটিয়াদের দু’বছরের চুক্তি হয়েছে। এখনই ২০১৫ বিশ্বকাপের কথা ভাবছেন না ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ। |