|
|
|
|
ইস্টবেঙ্গল নিজেদের রেডিও স্টেশন চায় |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
বিদেশে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই এ সব অতি পরিচিত ব্যাপার। ক্লাবের নিজস্ব টেলিভিশন বা রেডিও রয়েছে। টিভিতে সারা দিন ধরে ক্লাবের বিভিন্ন খেলার খবর দেখানো হয়। রেডিওয় বলা হয়, ক্লাব সংক্রান্ত সব খবর।
কিন্তু ভারতীয় ফুটবলে এ সব ছবি এত দিনেও দেখা যায়নি।
ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের ক্লাবের নিজস্ব একটি রেডিও স্টেশন চালু করতে চাইছেন। প্রথম পদক্ষেপ হিসেবে লাল-হলুদ যুক্ত হতে চায় একটি চালু রেডিও স্টেশনের সঙ্গে। অতীতে তাদের একটি রেডিওর সঙ্গে চুক্তি ছিল। তা বেশিদিন কাজ করেনি। ইস্টবেঙ্গল কর্তারা আবার নতুন চুক্তি করতে চাইছেন। ক্লাবের কর্তা দেবব্রত সরকার বলেন, “প্রথম দিকে আমরা অন্য রেডিওর সঙ্গে চুক্তি করব। আমাদের চূড়ান্ত লক্ষ্য, ক্লাবের নিজস্ব রেডিও স্টেশন করা। সেই লক্ষ্যেই এগোচ্ছি।”
ইস্টবেঙ্গল কর্তাদের পরবর্তী পরিকল্পনার মধ্যে বিজয় মাল্যর কিংফিশার মিনারেল ওয়াটার, এয়ারলাইন্সের টিকিটে তাদের ক্লাবের লোগো ব্যবহার করা। এ নিয়ে ইউবি গ্রুপ কতটা আগ্রহী হবে সে প্রশ্ন থাকছে। কেননা মাল্য নিজে তাঁর আইপিএল দল, ফর্মুলা ওয়ান দলকে বিপণনে ব্যবহার করেন, ইস্টবেঙ্গল-মোহনবাগানকে সে ভাবে ব্যবহার করেন না। দুটো ক্লাবের আবেদন যে জাতীয় স্তরে নিয়ে যাওয়া যায়নি, এটা স্পষ্ট।
সাম্প্রতিক কালে কলকাতা লিগে তাদের খেলা নিজেদের মাঠে হয় না। দেবব্রতবাবু জানালেন, এই মরশুম থেকে ইস্টবেঙ্গলের খেলা হবে নিজেদের মাঠে। “আশা করছি, পাঁচ-ছয় মাসে গ্যালারি পুরোপুরি তৈরি হয়ে যাবে। সে ক্ষেত্রে গ্যালারির নীচের তলায় আমরা নানা ধরনের পরিকল্পনা কার্যকর করব।” |
|
|
 |
|
|