|
|
|
|
ফাইনালে ধোনি ছিল একটা বোমা: যুবরাজ |
সংবাদসংস্থা ² মুম্বই |
বিস্ফোরণের আগে বোমা ঠিক যে অবস্থায় থাকে, বিশ্বকাপ ফাইনালের আগে মহেন্দ্র সিংহ ধোনির অবস্থাও নাকি তেমন ছিল! বিশ্বকাপের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং বিশ্বজয়ী ধোনির দলের সতীর্থ যুবরাজ সিংহ তেমনই জানাচ্ছেন। “ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে একেবারেই রান পাচ্ছিল না ধোনি। কিন্তু প্রচণ্ড খাটছিল। একটাও প্র্যাক্টিস সেশন হাতছাড়া করেনি। নেটে ওকে দেখে মনে হচ্ছিল, একটা বোমা। যেটা ঠিক ফাটার আগের অবস্থায় আছে,” ভারতের বিশ্বকাপ জয় নিয়ে বোর্ডের একটি নিউজ লেটারে লিখেছেন যুবরাজ। তিনি আরও লিখেছেন, “এটা ভেবে ভাল লাগছে যে, বিস্ফোরণটা একেবারে ফাইনালে ঘটেঠিল। তার আগে নয়। ফাইনালে ধোনি আমার আগে ব্যাট করতে গেল, কিন্তু সেটা নিছকই ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন ধরে রাখতে। কিন্তু পরে বুঝেছিলাম, ওর কিছু প্রমাণ করারও ছিল। এবং শেষ পর্যন্ত যে ইনিংসটা ধোনি খেলল, তাকে জীবনের সেরা ইনিংস বলা যায়।” ফাইনালে চার নম্বরে উঠে এসে ৯১ রানে অপরাজিত থেকে যান ভারত অধিনায়ক। এবং ধোনির চাপ নেওয়ার ক্ষমতা দেখে যুবরাজের বক্তব্য, “জলের মধ্যে মাছ যেমন স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়, চাপের মধ্যে ধোনিকেও সে রকমই দেখায়।” |
|
|
 |
|
|