নাদালকে খেলার সুযোগ হারালেন সোমদেব
রাসি ওপেনের পর প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন নাদালের মুখোমুখি হওয়ার সোনার সুযোগ হারালেন সোমদেব দেববর্মন। ভারতের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার কুইন্স পার্কে এগন ক্লাসিকের প্রথম ম্যাচ জিতলেই খেলতেন দ্বিতীয় রাউন্ডে ‘বাই’ পাওয়া শীর্ষ বাছাই নাদালের সঙ্গে। কিন্তু এ দিন ঘাসের কোর্টে সোমদেব অপ্রত্যাশিত ভাবে ৫-৭, ৩-৬ হেরে গেলেন অস্ট্রেলীয় কোয়ালিফায়ার ম্যাথু এবডেনের বিরুদ্ধে। যিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বর সোমদেবের চেয়ে ১০১ ধাপ পিছনে। কিন্তু দু’জনের প্রথম সাক্ষাতে সেই বিশাল পার্থক্য বোঝা যায়নি একদমই। বিশ্বের এক নম্বর নাদালের বিরুদ্ধে জীবনের প্রথম ম্যাচ সোমদেব এ বছর মার্চে খেলেছেন। ইন্ডিয়ান ওয়েলসের সেই প্রি-কোয়ার্টার ম্যাচে লড়াই দিয়েই সোমদেব ৫-৭, ৪-৬ হারেন। ফলে এ বারের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে আগ্রহ আরও বেশি ছিল টেনিসমহলে।
লাল মাটি থেকে সবুজ ঘাসে। নতুন ট্রফির জন্য প্রস্তুতির ফাঁকে নাদাল। মঙ্গলবার কুইন্স ক্লাবে। -এপি
উইম্বলডনের তিন সপ্তাহ আগে ইউরোপে গ্রাস কোর্ট সিজন চলছে এখন। কুইন্স পার্কে-ই ডাবলসে তৃতীয় বাছাই লি-হেশ জুটি। প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়া লিয়েন্ডার-মহেশ কোয়ার্টার ফাইনালে উঠতে খেলবেন লুবিচিচ-কুনিতসিন ও ফ্লেমিং-হাচিন্স ম্যাচের জয়ীর সঙ্গে। মেয়েদের ট্যুরে সানিয়া মির্জা তাঁর প্রিয় ঘাসের কোর্টের মরসুম শুরু করলেন কিন্তু হার দিয়ে। এজবাস্টনে বার্মিংহাম ওপেনে সানিয়াকে ৬-৩, ৪-৬, ৬-৩ হারান র্যাঙ্কিংয়ে পিছনে অস্ট্রিয়ান পাসজেক। জার্মানিতে হ্যাল ওপেনে শীর্ষ বাছাই ইন্দো-পাক জুটি বোপান্না-কুরেশি কোয়ার্টার ফাইনালে উঠলেন ডডিগ-ডলকোপভকে ৭-৫, ৬-৪ হারিয়ে। সামনে মঁফিল-ব্রাউন জুটি। এ দিকে, এক বছর পর সার্কিটে ফিরছেন সেরেনা উইলিয়ামস। আগামী সপ্তাহে ইস্টবোর্নে।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.