|
|
|
|
লর্ডসে সেঞ্চুরির স্বপ্ন দেখছেন লক্ষ্মণ |
সংবাদসংস্থা ²হায়দরাবাদ |
এখনও মাসখানেক দেরি ইংল্যান্ড সফরের। এখন থেকেই লর্ডসে সেঞ্চুরি করার স্বপ্ন দেখছেন ভিভিএস লক্ষ্মণ। ১২০টা টেস্ট খেলা লক্ষ্মণ বিশ্ববিখ্যাত সব মাঠে ঐতিহাসিক কিছু ইনিংস খেলেছেন। কিন্তু ক্রিকেটের মক্কা লর্ডসে এখনও তিন সংখ্যায় পৌঁছতে পারেননি। এ বারের সফরে সেই পরিসংখ্যানটা বদলে দিতে চান লক্ষ্মণ। “ইংল্যান্ডে আমার একটাও সেঞ্চুরি নেই। আমি যদি লর্ডসে শতরান পাই আর ভারতকে জেতাতে পারি, তা হলে খুব ভাল হবে,” ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে যোগ দেওয়ার আগে এ দিন বলেছেন লক্ষ্মণ। ইংল্যান্ড সফরের প্রথম টেস্টই লর্ডসে, ২১ জুলাই থেকে। যে টেস্টের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতিনটে সফর ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন লক্ষ্মণ। “তিনটে সফরই খুব কঠিন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। আমার লক্ষ্য হবে কয়েকটা ম্যাচ জেতানো ইনিংস খেলা,” বলে আরও যোগ করেছেন, “দেশের হয়ে প্রথম ওপেন করেছিলাম ১৯৯৭-এ, ওয়েস্ট ইন্ডিজ সফরেই। ওই সফর থেকে অনেক কিছু শিখেছিলাম। প্রথম ওপেন করতে নেমে ওয়ালশ, বিশপ, অ্যামব্রোজদের মোকাবিলা করা অসাধারণ অভিজ্ঞতা।” ক্যারিবিয়ান সফরে বরাবর সফল লক্ষ্মণ। “২০০২ সিরিজটা আমার জন্য খুব ভাল ছিল। এর আগের সফরটাও। ক্যারিবিয়ান সফরে যেতে দারুণ লাগে। ওখানকার দর্শকরা ক্রিকেট বোঝেন। বিপক্ষ ভাল খেললেও উপভোগ করেন,” বলেছেন তিনি। এ বার ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে পাঁচ নম্বরে না নেমে আরও উপরের দিকে ব্যাট করতে চান লক্ষ্মণ।
ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ দলকে হাল্কা ভাবে নিচ্ছেন না লক্ষ্মণ। বরং তিনি বলছেন, “ওদের দলে খুব ভাল কয়েক জন ফাস্ট বোলার আছে। দলটা তরুণ আর অনভিজ্ঞ হতে পারে, কিন্তু ওদের মধ্যেও ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। আমাদের সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না।” তবে ভারতীয় বোলারদের নিয়েও যথেষ্ট আশাবাদী লক্ষ্মণ। “আমাদের বোলিং আক্রমণে প্রচুর প্রতিভা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে জাহির খান অন্যতম বিপজ্জনক পেসার। ইশান্তও ভাল ভাবে ছন্দে ফিরেছে। আইপিএলে দুর্দান্ত বল করেছে। শ্রীসন্থ আর মুনাফও আছে,” বলে যোগ করেছেন, “স্পিন বিভাগে হরভজনের অভিজ্ঞতার পাশাপাশি প্রজ্ঞান ওঝাও আছে। সব মিলিয়ে দুর্দান্ত বোলিং কম্বিনেশন।”
|
|
|
 |
|
|