|
|
|
|
কলেজে ছাত্র সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা ²মেদিনীপুর |
ফর্ম বিলির প্রথম দিনটা নির্বিঘ্নে কাটলেও মঙ্গলবারই ছাত্র সংঘর্ষ বাধল মেদিনীপুর কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল এসএফআই, দু’পক্ষেরই কয়েকজন আহত হন। সংঘর্ষের জন্য দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। সংঘর্ষের জেরে ফর্ম তুলতে আসা ছাত্রছাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার থেকেই মেদিনীপুর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজের সামনে ক্যাম্প করেছে সবক’টি ছাত্র সংগঠন। রাজ্যে পালাবদলের পর মেদিনীপুরেও প্রভাব বাড়াতে শুরু করেছে তৃণমূলের ছাত্র সংগঠন। এর আগে প্রতিবারই তারা অভিযোগ করত, এসএফআই কলেজে কলেজে সন্ত্রাস করছে। ফর্ম তুলতে আসা দলীয় সমর্থকদের ভয় দেখাচ্ছে। প্রথম দিনে এমন কোনও অভিযোগ ওঠেনি। কিন্তু এ দিন বাধে গোলমাল। এসএফআইয়ের অভিযোগ, তাঁদের কর্মীদের উপর হঠাৎই চড়াও হয় টিএমসিপি’র ছেলেরা। মারধর শুরু করে। এই সময়ই প্রসেনজিৎ মুদি সহ কয়েকজন আহত হন। প্রসেনজিৎকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের শহর জোনাল কমিটির সম্পাদক অসিত লৌহ বলেন, “কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করতেই এ দিনের হামলা। তৃণমূলের গুন্ডারাই আমাদের ছেলেদের মারধর করেছে। পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি’র শহর সভাপতি বুদ্ধ মণ্ডল বলেন, “মিথ্যে অভিযোগ। এসএফআইয়ের কর্মীরাই আমাদের দলীয় কর্মীদের উপর হঠাৎ হামলা চালায়। আসলে ছাত্রছাত্রীরা আর ওদের পাশে নেই। তাই এই অপপ্রচার।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
 |
|
|