দিনের পর দিন বেআইনি ভাবে চাষজমি থেকে মাটি তোলা হচ্ছিল। কোথাও অবৈধ ভাবে তোলা হচ্ছিল বালি। মঙ্গলবার তল্লাশি চালিয়ে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শঙ্কর হালদার এমনই ৯টি গাড়ি আটক করেন। কয়েকটি গাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভূমি দফতর। শঙ্করবাবু বলেন, “নিয়মিত তল্লাশি চালানো হবে। রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি কাজ করতে দেওয়া হবে না।” এ দিন প্রথমে খড়্গপুর গ্রামীণের সতকুইয়ে তল্লাশিতে ৪টি লরি ধরা পড়ে। প্রতিটি লরিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরপর ওয়ালিপুরে একটি লরি ধরা পড়ে। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেদিনীপুর শহর ঘেঁষা অ্যানিকেতের কাছে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘ দিনের। এ দিন সেখান থেকেও ৪টি ছোট গাড়ি ধরা পড়ে। কাছের রাস্তা থেকে চালক-সহ আরও একটি গাড়িকে পাকড়াও করা হয়।
|
বিধানসভা নির্বাচনের পরে রদবদল হল বিজেপি’র খড়্গপুর শহর সংগঠনে। শহর সভাপতি হয়েছেন গৌতম ভট্টাচার্য। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গৌতমবাবুর আশ্বাস, রেলশহরে নতুন উদ্যমে দলীয় সংগঠন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, পূর্বতন শহর সভাপতি অজিত জৈন সম্প্রতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। |