|
|
|
|
জল জমা রুখতে উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা²ব্যান্ডেল |
হাওড়া মেন শাখার ব্যান্ডেল স্টেশনের সাবওয়েতে অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়। বর্ষায় সাবওয়ের চেহারা ভয়াবহ হয়ে ওঠে। তার জেরে ব্যান্ডেল স্টেশন রোডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এই পরিস্থিতিতে শুধু যাত্রীরাই নন, লাগোয়া এলাকার মানুষজনের নাভিঃশ্বাস ওঠে। গত এক দশকেরও বেশি সময় জুড়ে এই চিত্র আগামী বর্ষায় বদলানোর আশ্বাস দিয়ে মঙ্গলবার স্থানীয় বিধায়ক অসিত মজুমদার রেলের আধিকারিকদের নিয়ে নিকাশির হাল পরিদর্শনে যান।
পূর্ব রেল সূত্রের খবর, ব্যান্ডেল স্টেশনের সাবওয়ের জল চারটি নিকাশি নালার মাধ্যমে বাইরে চলে যাওয়ার কথা। কিন্তু ব্যান্ডেল স্টেশন রোডে সেই সব নালার অনেকটাই জুড়ে কিছু ব্যবসায়ী তাঁদের দোকানঘর বাড়িয়ে স্থায়ী নির্মাণ করে ফেলেছেন। তার ফলে রেল কর্তৃপক্ষ ওই সব নালা পরিষ্কার করতে গিয়ে তা পারেন না। বার বার ব্যবসায়ীদের বিষয়টি নজরে এনেও কোনও ফল হয়নি। এই পরিস্থিতিতে নিকাশি নালা সঠিক ভাবে পরিস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই সাবওয়েতে জল জমার সমস্যা দেখা দেয়।
এ দিন রেলের পদস্থ তিন ইঞ্জিনিয়ার-সহ মোট দশজন আধিকারিক ব্যান্ডেল স্টেশনে নিকাশির হালহকিকত পরিদর্শনে যান। চুঁচুড়ার বিধায়ক বলেন, “রেলের তরফে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে ওই সমস্যার সমাধান তাঁরা করে ফেলবেন। আমার সঙ্গে এই বিষয়ে হাওড়ার ডিআরএমের কথা হয়েছে। আমি স্টেশন রোডের ব্যবসায়ীদের অনুরোধ করেছি, ওই কাজে রেলের সঙ্গে সহযোগিতা করতে।” |
|
|
 |
|
|