|
|
|
|
অপরাধ করিনি নেচে, অনড় সুষমা |
নিজস্ব সংবাদদাতা ² নয়াদিল্লি |
সত্যাগ্রহ মঞ্চে সুষমা স্বরাজের নাচকে আজ প্রকাশ্যে সমর্থন জানাতে বাধ্য হলেন বিজেপি নেতৃত্ব। সুষমাও ফের সাফাই দিয়ে জানালেন, দেশাত্মবোধক গানের সঙ্গে নেচে তিনি কোনও অপরাধ করেননি।
রামলীলা ময়দানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সত্যাগ্রহের ডাক দিয়েছিল বিজেপি। রাজঘাটে সেই সত্যাগ্রহের মঞ্চে কিছু ক্ষণ নাচেন সুষমা। সেই দৃশ্য যে ভাবে সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, তাতে দল ও সঙ্ঘের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। বিজেপি নেতারা সেই সময়ে ঘরোয়া স্তরে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কংগ্রেসও ছেড়ে কথা বলেনি। কিন্তু সুষমা বলেছিলেন, দেশাত্মবোধক গানের সঙ্গে নাচকে তিনি অশালীন মনে করেন না। তার পরেও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ আজ বিজেপিকে ‘নাচের দল’ বলে কটাক্ষ করেন। গাঁধীর সমাধিতে নাচের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। কংগ্রেস সমর্থকরা ফেসবুক, টুইটারের মতো সোশাল সাইটগুলিতে নানা টিপ্পনির সঙ্গে সুষমার নাচের ভিডিও প্রচার করতে থাকেন।
পরিস্থিতি জটিল হতে দেখে আজ সন্ধ্যায় সুষমা নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন। পাশে ছিলেন শাহনওয়াজ হোসেন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতারা। তাঁরাও বলেন সুষমা কোনও গর্হিত আচরণ করেননি। সুষমা বলেন, দেশাত্মবোধক গানের সঙ্গে তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নাচবেন, গাইবেন। এটা কোনও অপরাধ নয়। যাঁরা এই নিয়ে কটাক্ষ করছেন, তাঁরা মানসিক দাসত্বে ভুগছেন। বিজেপি নেত্রী বলেন, লজ্জার কথা, কংগ্রেস এখন দেশাত্মবোধক গান নিয়েও আপত্তি তুলছে। |
|
|
 |
|
|