টুকরো খবর

ভারতের ব্যাঙ্কে গদ্দাফির লগ্নি
লিবিয়ায় গদ্দাফি জমানায় লগ্নির গন্তব্য হিসাবে স্থান পেয়েছে ভারতের আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০১০-এর জুন পর্যন্ত গদ্দাফি ও তার সরকারের যাবতীয় আর্থিক লেনদেনের একটি হিসাব প্রকাশ করেছে প্রচার সংস্থা গ্লোবাল উইটনেস। গদ্দাফি নিয়ন্ত্রিত লিবিয়ার এক তহবিল প্রায় ২.৯৬ কোটি ডলার মূল্যের আইসিআইসিআই ব্যাঙ্কের এ ডি আর (আমেরিকার বাজারে ছাড়া ওই ব্যাঙ্কের শেয়ার) কিনেছে। লিবিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষ সূত্রে এ
খবর জানা গিয়েছে। গত বছরের জুন থেকে আইসিআইসিআইয়ের শেয়ার দর বেড়েছে প্রায় ২৫%। ফলে ওই বিনিয়োগ ফুলে-ফেঁপে দাঁড়িয়েছে ৪ কোটি ডলার। তবে কবে এই শেয়ার কেনা হয়েছে বা এখনও ব্যাঙ্কটিতে লগ্নি রয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও মুখ খুলতে চাননি তাঁরা।

হাসান আলিকে নিয়ে সিদ্ধান্ত স্থগিত
কালো টাকার মামলায় অভিযুক্ত হাসান আলির হেফাজত নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল আদালত। হাসানকে তিন দিনের জন্য হেফাজতে নিতে মুম্বইয়ের দায়রা আদালতে আর্জি জানাল এনফোর্সমেন্ট দফতর (ইডি)। কালো টাকার মামলায় আপাতত বিচারবিভাগীয় হেফাজতে হাসান। তাঁর জামিনের আবেদনও স্থগিত করেছে আদালত। উজ্জ্বল নিকম বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত হবেন বলে জানিয়েছে ইডি। নিকম ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ ও ২৬/১১ সংক্রান্ত মামলার সরকারি কৌঁসুলি।

ধর্ষণে বাধা, গাড়ি থেকে ধাক্কা তরুণীকে
ধর্ষণে বাধা দেওয়ায় বাইশ বছরের এক তরুণীকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে গুড়গাঁওয়ে। ওই তরুণী সম্পত্তি ক্রয়-বিক্রয়কারী এক সংস্থার সঙ্গে যুক্ত। সোমবার সন্ধ্যায় তিনি নরেন্দ্র নামে এক ব্যক্তির সঙ্গে তার গাড়িতে একটি বাড়ি দেখতে যান। পথে একটি মদের দোকানের কাছে গাড়ি থামিয়ে মদ্যপান করে নরেন্দ্র। অভিযোগ, এ নিয়ে মেয়েটি অসন্তোষ প্রকাশ করলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে নরেন্দ্র। বাধা দিতে গেলে তাঁকে গাড়ি থেকে ফেলে দেয় সে।

ভাট্টা পারসলে ক্ষতি দেখতে কমিটি
উত্তরপ্রদেশের ভাট্টা পারসল গ্রামে কৃষক বিক্ষোভে সরকারের কত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে তিন সদস্যের কমিটি গঠন করেছে পরিবহণ দফতর। অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ অফিসার লালজি টন্ডন, ওই অঞ্চলের মহকুমাশাসক এবং এক পুলিশ অফিসারকে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। দু’সপ্তাহের মধ্যে সব কিছু খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন টন্ডন।

ধৃত সাত জঙ্গি
গুয়াহাটির খ্রিস্টান বস্তি থেকে সাত মণিপুরি জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ ও সিআরপি-র যৌথ বাহিনী। রাত তিনটে নাগাদ রঙ্গোলি আবাসনে হানা দিয়ে সেখান থেকেই পিএলএ-র ৭ জঙ্গিকে গ্রেফতার করা হয়।

বন্ধে অচল ডিমা হাসাও
ফের বন্ধে অচল হয়ে পড়ল ডিমা হাসাও জেলা। দোকানপাট খোলেনি। চলেনি যানবাহন। সরকারি-আধা সরকারি কর্মচারীদের কেউ অফিসমুখো হননি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানিসর জানান, বন্ধ ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। ডিএইচডি (জুয়েল গোষ্ঠী) তাদের ক্যাডার জালিম ডিমাসাকে গ্রেফতারের প্রতিবাদে আজ বন্ধের ডাক দিয়েছিল। সংগঠনের প্রচার সম্পাদক বেলে ডিমাসা জানান, রবিবার বিনা অপরাধে জালিমকে ধরে নিয়ে যায় সেনা জওয়ানরা। তার প্রতিবাদেই এই বন্ধ।

কোর্টের প্রশ্নে ফাঁসি স্থগিত
ফাঁসি নিশ্চিত হওয়ার পরেও ফের স্থগিতাদেশ। গত ২৭ মে রাষ্ট্রপতি প্রতিভা পাটিল মৃতুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত মহেন্দ্রনাথ দাসের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। কিন্তু গৌহাটি হাইকোর্ট মহেন্দ্রনাথের ফাঁসি অন্তত ১০ দিনের জন্য স্থগিত করে দিল। প্রাণভিক্ষার আবেদনে সাড়া দিতে কেন দেরি হল তা জানতে চেয়ে গৌহাটি হাইকোর্টে মামলা করেন মহেন্দ্রনাথের পরিবার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ গৌহাটি হাইকোর্ট রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছে, মহেন্দ্রনাথের প্রাণভিক্ষার আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতি কেন ৬ বছর সময় নিয়েছেন? ১৭ জুনের মধ্যে উত্তর চেয়েছে আদালত।

ট্রেনের গার্ড জখম
বদরপুর থেকে জিরিবামগামী মালগাড়িতে দুষ্কৃতী হামলায় জখম হলেন গার্ড অভিজিৎ ভট্টাচার্য। রেলপুলিশ সূত্রে খবর, কাল ভোর পৌনে চারটের সময় শালচাপাড়া স্টেশনের কাছে গার্ডের ভ্যানে লাফ দিয়ে ওঠে তিন দুষ্কৃতী। তারা গার্ডের কাছ থেকে মোবাইল, টাকাপয়সা ও জরুরি কাগজ ছিনিয়ে নেয়। দুষ্কৃতীরা অভিজিৎবাবুর টর্চ কেড়ে নিয়ে সেটি দিয়েই তাঁকে আঘাত করে।

জখম মহিলাকে দেখে এলেন শীলা দীক্ষিত
রামলীলা ময়দানে রামদেবের ‘সত্যাগ্রহ’ আন্দোলনে পুলিশের লাঠিচালানোর ঘটনায় আহত রাজ বালাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিল দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, স্বাস্থ্যমন্ত্রী এ কে ওয়ালিয়া এবং পবন খেরা ওই মহিলাকে দেখতে আজ হাসপাতালে যান। খেরা জানান, মুখ্যমন্ত্রী রাজ বালার চিকিৎসার জন্য সব খরচ বহনের নির্দেশ দিয়েছেন। গত কালই বিজেপি নেতা বিজয় কুমার মলহোত্র ওই ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে না যাওয়ার জন্য শীলা দীক্ষিতের সমালোচনা করেছিলেন। প্রসঙ্গত গত শনিবার পুলিশের লাঠিচালানোয় শিশু ও মহিলা সহ ৭১ জন আহত হন। এদের মধ্যে মাথায় ও মেরুদণ্ডে আঘাত নিয়ে রাজ বালা সব চেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ডাক্তাররা জানান, ওই মহিলাকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।

গলা কেটে খুন চার যুবককে
দুষ্কৃতীদের হাতে নিহত হলেন পূর্ব মালাডের চার যুবক। তাঁদের অপরাধ ছিল যে তাঁদের মধ্যে এক জন ওই সমাজবিরোধীদের দিকে খারাপ ভাবে তাকিয়েছিলেন। আর বাকি তিন জন বন্ধুকে বাঁচাতে গিয়েছিলেন। গত শনিবার সন্ধ্যায় প্রদীপ ধুরি আর ভারত কুদলে শিবাজি নগরের ডাক্তারের কাছে গিয়েছিলেন। কুদলে ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়েছিলেন। তখন কিছু সমাজবিরোধী রাস্তার ধারে মদ্যপান করছিল। কুদলে তাদের দিকে তাকিয়ে থাকায় তারা হুমকি দেয়। তাদের পরিচয় না জানায় কুদলেও প্রতিবাদ জানায়। তখন কুদলের উপরে হামলা করে ওই দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে প্রদীপ এগিয়ে এলে তাঁকেও আঘাত চালায় দুষ্কৃতীরা। এর পরে সাহায্যের জন্য প্রদীপরা কিছু বন্ধুকে ডেকে পাঠালে অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায়। বেশিরভাগ পালাতে পারলেও কুদলে ও আরও তিন জনকে অপহরণ করা হয়। পরে রবিবার সন্ধ্যায় ওই চার জনের গলাকাটা, আংশিক পোড়া দেহ পাওয়া যায় সঞ্জয় গাঁধী ন্যাশনাল পার্কে। পুলিশ ওই সমাজবিরোধীদের খোঁজে তদন্ত শুরু করেছে।

ভেলোরে বাস উল্টে মৃত ৩০
মঙ্গলবার রাতে তামিলনাড়ুতে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তিরুপুর যাওয়ার পথে ভেলোরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রথমে কালভার্টের এক দিকে ধাক্কা মেরে উল্টে যায়। এর পর বাসটিতে আগুন লেগে যায়। এখনও পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটির মধ্যে আরও ১০ জনের দেহ রয়েছে বলে মনে করা হচ্ছে।
Previous Story Desh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.