টুকরো খবর |
সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের ইস্তফা |
নিজস্ব সংবাদদাতা ²পাণ্ডবেশ্বর |
সিপিএম পরিচালিত পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই সিপিএম সদস্য মঙ্গলবার বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দেন। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ২৩টি আসনের সবক’টি দখল করে সিপিএম। মঙ্গলবার পঞ্চায়েত সদস্য অভিজিৎ ঘোষ ও নির্মল নায়েক বিডিও সুশান্তরঞ্জন রায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। দুর্গাপুর মহকুমাশাসক মৌমিতা বসু বলেন, “শারীরিক অসুস্থতার কারণে ওই দুই পঞ্চায়েত সদস্য ইস্তফা দিয়েছেন বলে বিডিও-র কাছ থেকে জানতে পেরেছি। পঞ্চায়েত প্রধান ক্ষমা মণ্ডল বলেন, “ওই দুই পঞ্চায়েত সদস্য এলাকায় উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছিলেন। তবে স্থানীয় তৃণমূল সমর্থকেরা তাঁদের কাজে বাধা দেয়। তাঁদের ভয়েই ওই দুই সদস্য ইস্তফা দিয়েছেন বলে শুনেছি।” তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেণ চক্রবর্তী বলেন, “উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়। আমরা চাই পদত্যাগের পরিবর্তে পঞ্চায়েত সদস্যেরা এলাকার উন্নয়ন করুন।” |
ছাত্র-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা² রানিগঞ্জ |
কলেজকে দুর্নীতিমুক্ত করতে রানিগঞ্জের ত্রিবেণীদেবী ভলোটিয়া কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের দাবি, কলেজে ভর্তির বিষয়ে কোনওরকম পক্ষপাতিত্ব করা চলবে না। তৃণমূল ছাত্র পরিষদের রানিগঞ্জ ব্লক সভাপতি সুমন্ত চট্টোপাধ্যায় জানান, সোমবার তাঁরা ২০ জনের কলেজ শাখা কমিটি গঠন করেন। প্রায় দু’দশক পরে এই কলেজে কমিটি গড়ল বামবিরোধীরা। অধ্যক্ষের হাতে একটি দাবিপত্রও তুলে দেন তাঁরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে এসএফআইয়ের পক্ষ থেকে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। তাঁদের দাবি, ভর্তির আবেদন পত্রের দাম ৭০টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করতে হবে। কমাতে হবে ভর্তির ফি। না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তাঁরা। |
কাজের দাবি |
নিজস্ব সংবাদদাতা² রানিগঞ্জ |
একশো দিনের কাজের দাবিতে জামুড়িয়ার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে উপপ্রধানকে আটক করে সোমবার তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান জব কার্য হোল্ডাররা। তৃণমূল নেতা অমিত চক্রবর্তী জানান, একশো দিনের কাজের জন্য জব কার্ড দেওয়া হলেও ১৯ দিনের বেশি কাজ পাননি জব হোল্ডারদের কেউই। উপপ্রধান চন্দন কর্মকার জানান, প্রধানকে বিষয়টি জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
সিবিআই আদালত হচ্ছে আসানসোলে |
নিজস্ব সংবাদদাতা² আসানসোল |
আগামী তিন মাসের মধ্যে আসানসোলে শুরু হতে চলেছে সিবিআই আদালত ও পরিবার সংক্রান্ত আদালত। মঙ্গলবার আসানসোলে এসে একথা জানিয়েছেন রাজ্যের বিচার বিভাগীয় সচিব বিনোদ শ্রীবাস্তব। এ দিন তাঁকে নিয়ে আসানসোল আদালত পরিদর্শনে এসেছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলে এই নতুন দু’টি আদালত গঠনের কথা আগেই জানিয়েছিলেন মলয়বাবু। মঙ্গলবার তিনি স্থান নির্বাচন করতে বিচার বিভাগীয় সচিবকে নিয়ে আসানসোল আদালত পরিদর্শনে আসেন। মলয়বাবু এ দিন জানান, রাজ্যে ১২টি নতুন আদালত তৈরি হচ্ছে। এর মধ্যে ৬টি সিবিআই ও ৬টি পরিবার সংক্রান্ত আদালত। তিনি আরও জানান, এত দিন কলকাতায় মাত্র একটি সিবিআই আদালত ছিল। এরপর কলকাতায় আরও তিনটি আদালত তৈরি হবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও আসানসোলে একটি করে আদালত হচ্ছে। মলয়বাবু জানিয়েছেন, আসানসোলে নতুন এই আাদালতগুলি চালু করার জন্য নতুন ভবন নির্মানের দরকার হবে না। আদালতের যে নতুন ভবন আছে সেখানেই তিন তলায় সিবিআই ও চার তলায় পরিবার সংক্রান্ত আদালত তৈরি হবে। |
গুদামে যন্ত্রাংশ লুঠ, ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা² দুর্গাপুর |
বন্ধ হয়ে পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএএমসি কারখানার মালপত্র সরানোর অভিযোগে পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল দুর্গাপুরের মামরার জগদীশ রায়, ডিভিসি মোড়ের শম্ভু বাউরি ও বীরভূমের ইলামবাজারের শেখ আনারুল। সোমবার গভীর রাতে প্রায় ১৫ জনের একটি দুষ্কৃতী দল কারখানার প্রধান গুদামে লুঠপাট চালায়। প্রহরারত সিআইএসএফের নজরে পড়তেই তারা দুষ্কৃতীদের ঘিরে ফেলে। বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় তিন জন। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইএনটিইউসি নেতা অসীম চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনায় প্রমান হয়ে গেল কারখানায় সিআইএসএফের পাহারা জরুরি। সিআইএসএফ পাহারা তুলে নেওয়াতে আর এক রাস্ট্রায়ত্ব সংস্থা বিওজিএলের সমস্ত যন্ত্রাংশ ফাঁকা করে দিয়েছে দুষ্কৃতীরা।” সিআইএসএফ উঠে গেলে এমএএমসির’রও একই হাল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। |
পাণ্ডবেশ্বরে চুরি |
নিজস্ব সংবাদদাতা² পাণ্ডবেশ্বর |
পাশাপাশি দু’টি বাড়িতে দরজা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের শোনপুর গ্রামে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গ্রামের তৃপ্তিপদ মণ্ডলের বাড়ির দরজা ভেঙে একটি বাইক চুরি করে দুষ্কৃতীরা। এর পর তারা স্থানীয় প্রিয়দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজা ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। তৃপ্তিপদবাবু ও প্রিয়দাসবাবু জানান, সোমবার সকালে উঠে তাঁরা চুরির ঘটনা টের পান। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। |
কারখানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা² জামুড়িয়া |
জমিহারাদের চাকরি এবং এলাকায় জল সরবরাহের দাবিতে জামুড়িয়ার যাদুডাঙায় বেসরকারি কারখানার সামনে আইএনটিটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সংগঠনের নেতা অঞ্জন সরকার জানান, কারখানা গড়ার আগে জমিহারাদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বহিরাগতদের নিয়োগ করা হয়েছে। কর্তৃপক্ষ ভূগর্ভস্থ জল তুলে নেওয়ায় এলাকায় জলসঙ্কট দেখা দিচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |
মাফিয়া খুনে আটক ৫ |
নিজস্ব সংবাদদাতা² আসানসোল |
নির্মীয়মাণ বহুতলে মাফিয়া রামলক্ষ্মণ যাদব ও তাঁর দুই সঙ্গীর খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে পাঁচ জনকে আটক করে আসানসোলে এনেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আটক পাঁচ জনই ঝাড়খণ্ডের কুমারডুবি শিউলিবাড়ির বাসিন্দা। সকলেই ভাল বন্দুক চালাতে পারে। এদের মধ্যে নবম শ্রেণির এক ছাত্র। এ ছাড়া ৩ জন বস্ত্র ব্যবসায়ী এবং এক জন যোগাযোগ রক্ষাকারী। |
|