
খেলার টুকরো খবর |
চ্যাম্পিয়ন হরিপুর সিএ নিজস্ব সংবাদদাতা² আসানসোল
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হরিপুর সিএ। আসানসোল স্টেডিয়ামে সোমবার তারা রানিগঞ্জ অশোক সঙ্ঘকে ৬০ রানে হারিয়ে দেয়। প্রথমে হরিপুর ২৫ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে। জবাবে অশোক সঙ্ঘ করে ১২০ রান। ব্যাটে ৫৮ রান ও বল হাতে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন জয়ী দলের মনোজিৎ চট্টোরাজ। আয়োজকদের তরফে জানানো হয়, পয়েন্টের নিরিখে হরিপুরচ্যাম্পিয়ন হল।
|
আন্তঃজেলা টি-টোয়েন্টি
নিজস্ব সংবাদদাতা² আসানসোল
|
সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-২০ ক্রিকেটে সোমবার আসানসোল রেল স্টেডিয়ামে প্রথম খেলায় জয়ী হল হুগলি। তারা জলপাইগুড়ি রাইনোসর্সকে ৬০ রানে হারায়। প্রথমে হুগলি রিভার্স ১৬০ রান করে। জবাবে জলপাইগুড়ি ১০০ রান করে। অন্য দিকে, এই মাঠে দ্বিতীয় খেলায় বিজয়ী হয় উত্তর ২৪ পরগনা চ্যাম্পস। তারা দক্ষিণ ২৪ পরগনা টাইগার্সকে ৬৯ রানে হারিয়ে দেয়। প্রথমে উত্তর ২৪ পরগনা করে ৫ উইকেটে ১৮৬ রান। জবাবে দক্ষিণ ২৪ পরগনা ১১৭ রানে শেষ হয়ে যায়। ।
|
টি-টোয়েন্টিতে হার বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা ²বর্ধমান
|
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচে হাওড়ার কাছে ৭৪ রানে হেরে গিয়েছে বর্ধমান। এ দিন প্রথমে ব্যাট করে হাওড়া নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বর্ধমান ৬ উইকেট হারিয়ে ৮৭ রান করে। |
জয়ী জিমি স্পোর্টিং নিজস্ব সংবাদদাতা ²বর্ধমান |
নুর স্পোর্টিং ক্লাব আয়োজিত দু’দিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জিমি স্পোর্টিং। ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে জয়হো ক্লাবকে। ম্যাচের সেরা হয়েছেন বিজিত দলের বিশাল সোনকার। টুর্নামেন্টের সেরা হয়েছেন বিজয়ী দলের লাল্টু হালদার। |
|