|
|
|
|
অসুস্থ মেধাবী |
নিজস্ব সংবাদদাতা ²রায়গঞ্জ |
দেড় বছর আগে ‘ব্লাড ক্যান্সারে’ আক্রান্ত হয় রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগ্রামের দুঃস্থ পরিবারের ছেলে বিক্রম দেবনাথ। সংক্রমণের আশঙ্কায় পড়শি ও সহপাঠীদের কাছ থেকেও মিলেছে নিয়মিত গঞ্জনা। অর্থাভাবে চিকিৎসা বন্ধের মুখে এসে দাঁড়ানোয় এক সময় বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে নিজেকে ঘরবন্দি করেছিল বিক্রম। রায়গঞ্জ কর্নজোড়া হাইস্কুলের ছাত্র বিক্রম এ বার বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেয়ে সাড়া ফেলে দিয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও উচ্চ শিক্ষার জন্য কোথা থেকে পড়াশুনোর টাকার পাশাপাশি চিকিৎসার টাকা কোথা থেকে আসবে, সেই চিন্তাই কুরে খাচ্ছে বিক্রম এবং তার পরিবারকে। বিক্রমের বাবা কল্যাণ দেবনাথ হাটে গামছা বিক্রি করেন। তিনি বলেন, “দুই বিঘা জমি বন্ধক দিয়ে মুম্বুইয়ে ছেলের চিকিৎসা করিয়েছিলাম। বড় মেয়ে চাকরি করে, সে সাহায্য করে। বর্তমানে যা অবস্থা তাতে পড়াশুনো, চিকিৎসা সব বন্ধের মুখে। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করতে চলেছি।” বিক্রমের স্কুলের প্রধান শিক্ষক প্রতীক চক্রবর্তী বলেন, “ও পড়াশুনোয় ভাল। মাধ্যমিকেও ৭৫ শতাংশের উপর নম্বর পেয়েছিল। স্কুলের তরফে সবরকম সাহায্য করা হয়েছে। সরকারি সাহায্য পেলে ওর আগামী দিনে পড়াশুনো-চিকিৎসায় সুবিধা হবে।” উত্তর দিনাজপুরের জেলাশাসক সুনীল কুমার দণ্ডপাট বলেন, “বিক্রমের পরিবারের লোক আর্জি জানালে চেষ্টা অবশ্যই করব।” উচ্চ মাধ্যমিকে বিক্রম বাংলায় ৬৭, ইংরেজিতে ৭০, অঙ্কে ৭৩, কম্পিউটারে ৯৮, পদার্থবিদ্যায় ৭১, রসায়নে ৬০ এবং পরিবেশবিদ্যায় ৭৮ পান। অসুস্থ শরীরে গৃহশিক্ষক ছাড়া বরাবর সে পড়াশুনো করেছে। বাবা ফেরিয়ালা, মা কমলাদেবী বধূ। ছোট দিদি তনুশ্রী চার বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বড়দি রিঙ্কুদেবী স্থানীয় কেন্দ্রের স্বাস্থ্য কর্মী। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। ২০০৯ সালে নভেম্বর মাসে বিক্রম অসুস্থ হয়ে পড়ে। শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তির পর চিকিৎসকেরা বিক্রমের ক্যান্সারের বিষয়টি জানিয়ে দেন। চিকিৎসার জন্য ২০১০ সালে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। |
|
|
|
|
|