|
|
|
|
আজ ফের মোর্চা-রাজ্য বৈঠক |
নিজস্ব সংবাদদাতা ²শিলিগুড়ি |
রাজ্যের সঙ্গে সংঘাত এড়িয়ে পাহাড়ের সার্বিক উন্নয়নে রূপরেখা নিশ্চিত করার দিকে আরও একধাপ এগোল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার মহাকরণে সচিব পর্যায়ে বৈঠকের পরে তেমনই ইঙ্গিত দিয়েছেন মোর্চা নেতারা। তাঁরা খোলা মনে আলোচনা করায় স্বস্তিতে রাজ্য সরকারও। তবে বৈঠক সম্পূর্ণ না হওয়ায় আজ, মঙ্গলবার দু’পক্ষই ফের আর এক দফা বৈঠক করবেন।
রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠকের পরে মোর্চা নেতা রোশন গিরি বলেন, “বৈঠক ফলপ্রসু হচ্ছে। পৃথক গোর্খাল্যান্ডের দাবি তো রয়েছেই, সঙ্গে আরও সাতটি বিষয়ে এ দিন আলোচনা হয়েছে। এর মধ্যে সীমানা সমস্যাও রয়েছে।” তবে আর কী কী বিষয়ে কথা হয়েছে, তা এ দিন জানাতে চাননি রোশন। আজ বৈঠকের পরে তা নিয়ে মুখ খুলবেন বলে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহাকরণে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন মোর্চা নেতৃত্ব। তখনই ঠিক হয়েছিল, পাহাড় সমস্যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হবে মোর্চার। পরে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হবে। ইতিমধ্যেই মোর্চা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে এক দফা আলোচনা সেরে এসেছে। চিদম্বরমও পাহাড় সমস্যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে বলেছেন। সেই মতোই এ দিন রাজ্যের সঙ্গে মোর্চা আলোচনা শুরু করল।
এ দিনের আলোচনায় রোশন গিরি ছাড়াও ছিলেন কালিম্পং ও কালচিনির দুই বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী ও উইলসন চম্পামারি। মোর্চা সূত্রের খবর, দ্রুত পাহাড়ের জন্য অন্তর্বর্তী স্বশাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার উপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, পাহাড়ের জন্য ‘স্পেশাল প্যাকেজ’-এ কী কী রাখা জরুরি তা নিয়েও এক দফা আলোচনা হয়েছে। আজ, সেই আলোচনা সম্পূর্ণ হবে বলে উভয় পক্ষই আশা করছে। |
|
|
|
|
|