|
|
|
|
হিংসা, অস্ত্র উদ্ধারে উদ্বেগ বিশিষ্টদের |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
ভোটের পরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগ্নেয়াস্ত্র ও মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার এবং ভোটের পরে রাজ্যের কোনও কোনও এলাকায় ‘প্রতিহিংসার বশবর্তী’ হয়ে ‘হিংসাত্মক ঘটনা’ নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট জনেরা। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, সমীর আইচ, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, শাঁওলি মিত্র, অর্পিতা ঘোষ, প্রাক্তন আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ সোমবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাছে আবেদন করেছেন, ‘কালবিলম্ব না-করে তাঁরা যেন সমগ্র বিষয়টি নিয়ে একটি সার্বিক নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন এবং অপরাধীদের শাস্তি বিধানের ব্যবস্থা করেন’।
অস্ত্র উদ্ধারের ব্যাপারে ‘তৃণমূলপন্থী’ বিশিষ্টদের তির রাজ্যের বিরোধী দল সিপিএমের দিকেই। প্রেস ক্লাবে তাঁদের তরফে সুজাত ভদ্র দাবি করেন, এ দিন পর্যন্ত কত অস্ত্র উদ্ধার হয়েছে, তার একটা তালিকা সরকার প্রকাশ করুক। সিপিএমের নেতা-কর্মীরা এই বেআইনি অস্ত্র মজুতের ব্যাপারে যুক্ত থাকলে তা নির্বাচন কমিশনকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন তিনি। দেবব্রতবাবু দাবি করেন, “রাজনৈতিক অপরাধীদের বিচারের জন্য জেলায় জেলায় সরকারের ট্রাইবুনাল চালু করা উচিত।” পাশাপাশি, শাসক দলের সমর্থকদের ‘বদলা নেওয়া’র ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন শুভাপ্রসন্ন। লিখিত বিবৃতিতে বলা হয়েছে,‘উৎপীড়িত মানুষ মুক্তির স্বতঃস্ফূর্ত আনন্দ কিংবা উত্তেজনার বশে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বাড়াবাড়ি করে ফেলছেন’। কিন্তু মুখ্যমন্ত্রীর শান্তি রক্ষার আবেদনে সবাইকে সাড়া দেওয়ার আবেদন জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘শত প্ররোচনা সত্ত্বেও এমন কোনও কাজ করা উচিত নয়, যা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকে কোনও ভাবে সাহায্য করবে’। |
|
|
|
|
|