ক্রিকেট লিগ থেকে বিদায় মোহনবাগানের
মৎকার প্রত্যাবর্তন এবং অঘটন! স্থানীয় ক্রিকেট লিগে সোমবার দু’টোই একসঙ্গে ঘটাল শ্যামবাজার। এএনঘোষ চ্যাম্পিয়ন মোহনবাগানকে লিগ কোয়ার্টার ফাইনালে ১২ রানে হারিয়ে। অথচ এ দিন খেলা শুরুর সময় নাটকের আঁচ পাওয়া যায়নি। প্রথমে ব্যাট করে শ্যামবাজার গুটিয়ে গিয়েছিল ১৮৬ রানে। কিন্তু তাদের শিবশঙ্কর পাল-অলোক শর্মাদের বোলিং দাপটে মোহনবাগান ইনিংসের গোড়া থেকেই দুর্যোগ শুরু হয়। ১২০ রানের মধ্যে ৫ উইকেট চলে যায় মোহনবাগানের। অলআউট ১৭৪ রানে। অলোক পান চার উইকেট। মনোজিৎ ঘোষ তিনটি। শিবশঙ্কর দু’উইকেট। মোহনবাগান ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক ঝুনঝুনওয়ালা (৪৮) এবং দেবব্রত দাস (৪২) বাদে বাকিরা ব্যর্থ।
ম্যাচ শেষে গত বছর পর্যন্ত মোহনবাগানে খেলা শিবশঙ্কর বললেন, “আমরা চেয়েছিলাম মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো টিমকে এমন একটা ম্যাচে হারাতে যাতে ওরা টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়।” মোহন-শিবিরে ততক্ষণে দোষারোপ চলছে। কোচ পলাশ নন্দী হারের দায় চাপালেন ব্যাটসম্যানদের উপর। বললেন, “এই হারের জন্য জঘন্য ব্যাটিংই দায়ী। আমার টিমের অনেকেই বাংলার হয়ে খেলেছে। বহু দিনের অভিজ্ঞ।
তারা যদি ১৮৭ না তুলতে পারে, কী বলার থাকে?” অন্য দিকে, লক্ষ্মীরতন শুক্লর সেঞ্চুরিতে (৮৭ বলে ১০১) নক আউট সেমিফাইনালে উঠল কালীঘাট (৩৪৭-৬)। বিএনআরের (২৭৮-৭) বিরুদ্ধে তারা জিতল ৬৯ রানে।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.