প্রত্যাশা মতোই দক্ষিণ আফ্রিকা কোচ হিসাবে সোমবার ঘোষণা করা হল গ্যারি কার্স্টেনের নাম। অ্যালান ডোনাল্ডকে সহকারি হিসাবে নিয়ে ভারতের প্রাক্তন কোচ দায়িত্ব পালন করবেন হেড কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টরের। দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব ভাগ করে দেওয়া হল গ্রেম স্মিথ আর এবি ডে’ভিলির্য়াসের মধ্যে। টেস্ট স্মিথই অধিনায়ক থাকছেন, সহ-অধিনায়ক ডে’ভিলিয়ার্স। টি-টোয়েন্টি আর ওয়ান ডে-তে আবার ডে’ভিলিয়ার্সকে ক্যাপ্টেন করে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে হাশিম আমলাকে। নতুন দায়িত্ব পেয়ে কার্স্টেন বলেছেন, “দক্ষিণ আফ্রিকাকে কোচিং করানো গর্বের ব্যাপার।” কার্স্টেনের প্রথম চ্যালেঞ্জই অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়া।
|
ফরাসি ওপেন মেয়েদের ডাবলস ফাইনালে ওঠায় সানিয়া মির্জা ডাবলসে জীবনের সেরা রাঙ্কিং ১৪-তে পৌঁছলেন। সানিয়া-ভেসনিনা জুটি এখন ডাবলস টিম র্যাঙ্কিংয়ে তৃতীয়। সিঙ্গলসেও সানিয়া ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে ওঠায় চোদ্দো ধাপ এগিয়ে ৫৮ নম্বরে উঠেছেন। প্রথম চিনা তথা এশীয় হিসেবে রোলাঁ গারোয় গ্র্যান্ড স্লাম জিতে লি না রাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছেন। এশীয় প্লেয়ার হিসাবে সর্বকালের সেরা রাঙ্কিংও এটাই।
|
এতদিনে আবার বাংলায় জাতীয় গেমসের আসর বসাতে চায় রাজ্য সরকার। এখনও পর্যন্ত পরের জাতীয় গেমস তিনটি জায়গায় হবে বলে ঠিক আছে। কেরল, গোয়া ও ছত্তিশগড়। ছত্তিশগড়ের বদলে বাংলায় গেমস আনার আবেদন হবে। তা হতে হতে ২০১৪। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সোমবার বলেন, “বামফ্রন্টের শাসনে জাতীয় গেমস করার উদ্যোগ নেওয়া হয়নি। সেই খরা কাটাতে আমরা উদ্যোগ নিচ্ছি।” ১৯৬৪-র পরে এই রাজ্যে জাতীয় গেমস হয়নি। এ দিকে, এভারেস্ট-জয়ী রাজীব ভট্টাচার্য এবং দীপঙ্কর ঘোষকে ১৯ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পক্ষ থেকে সংবর্ধনা এবং ৫০ হাজার টাকা দেওয়া হবে।
|
ভারতীয় ফুটবলে ডোপিংয়ের ছোঁয়া শেষ পর্যন্ত লাগল। জাতীয় ডোপিং সংস্থা নাডার তরফে জানিয়ে দেওয়া হল, মুম্বই এফ সির মিডফিল্ডার নিশান্ত শর্মার দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। নাডার সুপারিশে নিশান্তকে দু’বছর সাসপেন্ড করল এ আই এফ এফ। প্রথম নমুনার ভিত্তিকে তাঁকে প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হয়েছিল। আই লিগ খেলতে খেলতে এই প্রথম এক ফুটবলার ডোপিংয়ের দায়ে সাসপেন্ড হলেন।
|
সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-২০ ক্রিকেটে সোমবার আসানসোল রেল স্টেডিয়ামে প্রথম খেলায় জয়ী হল হুগলি । তারা জলপাইগুড়ি রাইনোসর্সকে ৬০ রানে হারায়। প্রথমে হুগলি রিভার্স ১৬০ রান করে। জবাবে জলপাইগুড়ি ১০০ রান করে। অন্য দিকে, এই মাঠে দ্বিতীয় খেলায় বিজয়ী হয় উত্তর ২৪ পরগনা চ্যাম্পস। তারা দক্ষিণ ২৪ পরগনা টাইগার্সকে ৬৯ রানে হারিয়ে দেয়। প্রথমে উত্তর ২৪ পরগনা করে ৫ উইকেটে ১৮৬ রান। জবাবে দক্ষিণ ২৪ পরগনা ১১৭ রানে শেষ হয়ে যায়।
|
জাতীয় যোগাসনে ব্রোঞ্জ জিতলেন শিলিগুড়ির পাপিয়া রায়। ২৯-৩১ মে হায়দরাবাদে বাংলা দলের হয়ে অংশ নেয় শিলিগুড়ি দুই জন। পাপিয়া ও সুচরিতা সরকার। ১০-১৫ বছর বিভাগে অংশ নেন সুচরিতা। অন্য দিকে পাপিয়া ২৫-৩৫ বছর বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। |