|
|
|
|
ক্লে কোর্ট-ইতিহাসের পরের দিনই ঘাসের কোর্টে নাদাল |
নিজস্ব প্রতিবেদন |
বিয়র্ন বর্গের সর্বাধিক ছ’বার ফরাসি ওপেন জেতার রেকর্ড ছোঁয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে রাফায়েল নাদাল নেমে পড়লেন তাঁর উইম্বলডন খেতাব অটুট রাখার প্রস্তুতিতে। রোলাঁ গারোর লাল মাটি থেকে লন্ডনে কুইন্স পার্কের ঘাসের কোর্টে সোমবারই নেমে পড়ার মাঝে নাদাল ঘণ্টা কয়েকের জন্য ঘুরে আসেন প্যারিসের ড্রিমল্যান্ড থেকে। ফরাসি ওপেন ট্রফি সমেত ফটোশু্যট দিয়ে।
স্বপ্নভূমিতে বিরাজ করলেও নাদাল বাস্তব থেকে একচুলও বিচ্যুত হচ্ছেন না। সোমবারই কুইন্স পার্কে তাঁর ডাবলসের প্রথম রাউন্ড ম্যাচ। সিঙ্গলসে প্রথম ম্যাচ অবশ্য বুধবার। নাদাল পরিষ্কার বলেছেন, “ঘাসের কোর্টে আমাকে প্রত্যেক মরসুমে নতুন করে মানিয়ে নিতে হয়। আমি দু’বার উইম্বলডন জিতেছি। তা সত্ত্বেও। কারণ আমার খেলাটা ঠিক ঘাসের কোর্টের পক্ষে উপযুক্ত নয়। আমাকে তাই কুইন্স পার্ক বা উইম্বলডনে চ্যাম্পিয়ন হতে সবথেকে বেশি কষ্ট করতে হয়। তবে ফরাসি ওপেনে বর্গের রেকর্ড ছোঁয়ার পর এখন আমি অনেক খোলা মনে ঘাসের কোর্টে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাক্টিস চালিয়ে যেতে পারব। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উইম্বলডন খেলব এ বার।” |
|
ডিজনিল্যান্ডে নাদাল। সোমবার প্যারিসে। -রয়টার্স |
রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হয়ে নাদাল বিশ্বর্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর আসন অক্ষত রেখে দিতে পারলেও তাঁর সঙ্গে র্যাঙ্কিংয়ে দু’নম্বর ডকোভিচের তফাত মাত্র ৪৫ পয়েন্টের। নাদাল স্বীকার করেছেন, ফরাসি ওপেন ফাইনালে ফেডেরারকে খেলতে হওয়ায় তিনি খুশিই হয়েছেন। ডকোভিচের বিরুদ্ধে এ বছর চারটে ম্যাচই তিনি হেরেছেন। শেষ দু’টো আবার নিজের প্রিয় ক্লে কোর্টে। ফলে রোলাঁ গারোতেও মুখোমুখি হলে একটা মানসিক জড়তা নাদালের ভেতর কাজ করত। কিন্তু ফেডেরারকে খেলতে হওয়ায় ঠিক উল্টো সুবিধে তিনি পেয়েছেন। সে ক্ষেত্রে নাদালের কাছে ফরাসি ওপেনে বারবার হারায় ফেডেরারের মধ্যেই রবিবারের ম্যাচে হয়তো একটা মানসিক জড়তা ছিল। গোটা ম্যাচে ফেডেরার ৫৬টি ‘আনফোর্সড এরর’ করায় ব্যাখ্যাটা টেনিসমহলে আরও বেশি জোরালো হচ্ছে। ফেডেরার এখন উইম্বলডনে তাঁর আদর্শ প্লেয়ার পিট সাম্প্রাসের সর্বাধিক সাত বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়াকে টার্গেট করছেন। “প্রতি মরসুমেই উইম্বলডন জেতাটা আমার এক নম্বর লক্ষ্য থাকে। এ বার সাম্প্রাসকে ছোঁয়ার সুযোগ আছে বলে জেতার তাড়না আরও বেশি আমার,” বলেছেন ছ’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেডেরার। সঙ্গে তাঁর হতাশ সংযোজন, “ফরাসি ওপেনে তো আমার হাত মানেই দুর্ভাগ্য আর রাফার হাত মানেই সৌভাগ্য!” এর মধ্যে আবার জোর তর্ক শুরু হয়েছে, ক্লে কোর্টে সর্বকালের সেরা কে, তা নিয়ে। টেনিসের ওপেন যুগে সর্বাধিক ক্লে কোর্ট খেতাব গুলেরমো ভিলাসের (৪৫)। নাদাল (৩২) তালিকায় তিন নম্বরে। দ্বিতীয় স্থানে টমাস মুস্টার (৪০)। বর্গ ও ম্যানুয়েল ওরান্তেস (৩০) যুগ্ম ভাবে চার নম্বরে। যুগ্ম পঞ্চম (২৮) লেন্ডল ও নাসতাসে। কিন্তু বর্গ, নাদাল ও কিছুটা লেন্ডল ছাড়া ফরাসি ওপেনে বিশাল সাফল্য আবার বাকিদের নেই। নাদালের বর্তমান বয়স পঁচিশে অবসর নিয়ে ফেলে টেনিস বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন বর্গ। সোমবারই যাঁর ৫৫তম জন্মদিন। অনেকের মতে, বর্গ তাড়াতাড়ি অবসর না নিলে আরও দু’তিন বার ফরাসি ওপেন জিততেন। পাশাপাশি এটাও ঠিক যে, দু’জনের টেনিসের ডিফেন্সিভ গুণ প্রায় সমান-সমান হলেও, নাদালের মতো স্লো ক্লে কোর্টেও এত ভয়ঙ্কর পাওয়ার আর জোরালো স্ট্রোক বর্গেরও ছিল না। |
|
|
|
|
|