কলকাতায় মেসি-তেভেজদের ম্যাচে আমন্ত্রিত মারাদোনাও
শুধু ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ খেলা নয়, সেপ্টেম্বরে কলকাতা সফরে লিওনেল মেসি, কার্লোস তেভেজ, জেভিয়ার মাসচেরানোরা বল পায়ে নামবেন ভারতের খুদে ফুটলারদের সঙ্গেও। এ ছাড়া পথ শিশু, ক্যানসারে আক্রান্ত শিশু এবং প্রতিবন্ধী শিশুদের জন্য নানা অনুষ্ঠানে অংশ নেবেন।
কোন ভাগ্যবানরা খেলবেন মেসিদের ক্লিনিকে? এ জন্য দেশ জুড়ে প্রতিভা অন্বেষণের ব্যবস্থা করা হচ্ছে। বাছাই কুড়ি বা তিরিশ-জন ফুটবলারকে নিয়ে হবে ক্লিনিক। সেখানে অংশ নেবে পুরো আর্জেন্তিনা জাতীয় দল। কলকাতায় মেসিদের ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছে দিয়েগো মারাদোনাকেও।
২ সেপ্টেম্বরের ওই আন্তর্জাতিক ম্যাচ খেলাতে ইউরোপের কোনও দেশের রেফারিদের পাঠাবে ফিফা। যেহেতু টিভিতে খেলা দেখানো হবে বিশ্বের ১৫০টি দেশে, তাই যুবভারতীতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। টিকিটের দাম করা হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা। মেসিদের অনুশীলন দেখার টিকিটও বিক্রি হবে। তার দাম অবশ্য অনেক কম হবে। ছাত্র ফুটবলারদের অনুশীলন দেখার কিছু টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ভাবছেন উদ্যোক্তারা। মেসিদের ম্যাচ উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা।
যুবভারতীতে আর্জেন্তিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচ নিয়ে সরকারি ভাবে সোমবার ঘোষণা করা হল। পেলে থেকে মারাদোনা, অলিভার কান থেকে লোথার ম্যাথাউসবিশ্বের বহু মহা-তারকাকে দেখেছে কলকাতা। কিন্তু ফিফার সূচি অনুযায়ী এই মাপের আন্তর্জাতিক ম্যাচ শুধু বাংলায় নয়, ভারতে প্রথম।
এ দিন মধ্য কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে ম্যাচের প্রধান উদ্যোক্তা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে আর্জেন্তিনার যে সূচি জানানো হল তাতে মেসি-তেভেজরা শহরে আসবেন ৩০ অগস্ট। থাকবেন ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এখান থেকেই বাংলাদেশে খেলতে যাবে আর্জেন্তিনা। সেখানে ৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ নাইজিরিয়া।
আর্জেন্তিনা দলের কলকাতা সফরের পুরো সূচি চূড়ান্ত করতে ২৬ জুন সি এম জি-র দুই কর্তা ভাস্বর গোস্বামী ও ধরমদত্ত পাণ্ডে আর্জেন্তিনা যাচ্ছেন। ভাস্বর বললেন, “আমাদের সঙ্গে যা চুক্তি হয়েছে তাতে মেসি, তেভেজ, অ্যাঞ্জেলো ডি’মারিয়া, মাসচেরানো-সহ পুরো আর্জেন্তিনা দল আসবে। খেলার বাইরে বিভিন্ন প্রকল্প নিয়েও আমরা যাচ্ছি। ওই সময় কোপা আমেরিকায় আর্জেন্তিনা-বলিভিয়া ম্যাচ আছে। সেই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্তিনা ফেডারেশন। সেখানে মারাদোনা থাকবেন। তাঁকেও আমন্ত্রণ জানাব ফের কলকাতায় আসার জন্য। ওঁর ম্যানেজারকে আমরা সেটা জানিয়েও রেখেছি।” এ দিন সাংবাদিক সম্মেলনে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো একটি সিডি দেখানো হয় বড় পর্দায়। তাতে মারাদোনার বিখ্যাত গোলগুলির পাশাপাশি মেসির গোলও দেখানো হয় এমন ভাবে যে, দু’জনের মধ্যে কোনও পার্থক্য নেই। দিয়েগো মারাদোনাকে কলকাতায় নিয়ে এসেছিল এই সংস্থাই। কিন্তু মারাদোনা খেলেননি। সে জন্য যুবভারতীর সংস্কার করতে হয়নি। এ বার মেসিরা যে হেতু আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তাই ফিফার নিয়ম মেনে সংস্কারের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এ দিন বললেন, “মেসিরা যেখানে খেলবেন সেটা (যুবভারতী) মেস হয়ে ছিল। এত কম সময়ে পুরো সংস্কার করা খুবই কঠিন। তবুও ফিফার গাইড লাইন মেনে বারপোস্ট, মাঠ, ড্রেসিংরুম, স্কোরবোর্ড, দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা, আলোর ব্যাবস্থা করা হচ্ছে। আলোর বিভ্রাটের কথা মাথায় রেখে চেন্নাই থেকে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ হচ্ছে। যে ভাবেই হোক মেসিদের ম্যাচ করার জন্য সরকার বদ্ধপরিকর।” তাঁর পাশে বসে এ আই এফ এফ ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় মন্তব্য করলেন, “এই ম্যাচটা ভারতীয় ফুটবলের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা।”
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.