|
|
|
|
এসে গেল আরও এক এসি রেক |
নিজস্ব সংবাদদাতা |
মেট্রোর তৃতীয় এসি রেক সোমবার দুপুরে পৌঁছে গেল শহরে। মেট্রো-কর্তৃপক্ষের প্রতিশ্রুতি, দু’তিন সপ্তাহের মধ্যে রেকটি নামবে লাইনে। মেট্রোর চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (রোলিং স্টক), অনুপকুমার কুণ্ডু বলেন, “নতুন প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ প্রথম রেক দু’টি নিয়ে যে সব সমস্যা হয়েছিল, সেগুলি শুধরে নেওয়া হয়েছে। এ বার আর বিভ্রাট হবে না বলেই আশা। তা ছাড়া, বাড়তি এসি রাখা আছে। এসি বিকল হলে ঠিক তিন ঘণ্টায় বদলে দিতে পারব।” ইঞ্জিনিয়ারেরা জানান, অন্তত ৭০-৮০টি যন্ত্রাংশ নিয়ে সমস্যা ছিল। মেট্রো জানাচ্ছে, এ বার হাতে একটি বাড়তি রেক থাকায় যেমন নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করা যাবে, তেমনই ট্রেনের সময়ের ব্যবধান কমাতেও সুবিধা হতে পারে। |
|
মেট্রোর তৃতীয় এসি রেক। সোমবার, নোয়াপাড়া কারশেডে। নিজস্ব চিত্র |
সোমবার মেট্রোর জনসংযোগ অধিকর্তা প্রত্যুষ ঘোষ জানান, জুলাইয়ে দু’টি এবং মার্চের মধ্যে আরও চারটি এবং ২০১২-১৩ সালে বাকি চারটি রেক আসার কথা। মোট ১৩টি নতুন রেক এসে গেলে পুরনো সাতটি রেক একে একে বাতানুকূল করা হবে। বদলানো হবে দরজার প্রযুক্তি। অপরাধ ঠেকাতে প্রতিটি কোচে বসবে ক্যামেরা। এর জন্য শীঘ্রই টেন্ডার ছাড়া হবে। পুরনো বাকি ১১টি রেক আস্তে আস্তে বাতিল করা হবে বলেও এ দিন মেট্রোকতার্রা জানিয়েছেন। |
|
|
|
|
|