টুকরো খবর

মেট্রোয় ‘ঝাঁপ’

চলন্ত মেট্রোর সামনে ‘ঝাঁপ’ দিয়ে পড়ে মৃত্যু হল এক তরুণের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শ্যামবাজার মেট্রো স্টেশনে। মৃতের নাম রহিত সাহা (১৯)। পুলিশ সূত্রে খবর, ১১/ডি গিরিশ অ্যাভিনিউ-এর বাসিন্দা ওই যুবক শ্যামবাজার মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, গিরিশ পার্ক থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে ট্রেন চালু রাখা হয়। রাত সওয়া আটটার পরে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু হয়।

হুমকি-ফোন, তদন্ত
চাহিদা মতো টাকা না দিলে জেলে নিপীড়িত হয় বন্দিরা, এ অভিযোগ আগেও উঠেছে। এ বার এক বন্দির বাবা মহাকরণে লিখিত অভিযোগ দায়ের করায় সবিস্তার তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের এডিজি (কারা) বংশীধর শর্মা। দেবাশিস দাস নামের ওই বন্দির বাবা দেবব্রত দাসের অভিযোগ, ছেলের জেল হওয়ার পর থেকেই ১২ হাজার টাকা চেয়ে বারবার ফোন আসছে। টাকা না দিলে ছেলের ক্ষতি হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। দেবব্রতবাবু বলেন, “যারা ফোন করছে, তাদের সঙ্গে কারাকর্মীদের একাংশের যোগ রয়েছে। মোবাইল থেকে ফোন আসছে। টাকা জেলের গেটে পৌঁছে দেওয়ার কথাও বলা হচ্ছে।” একটি প্রতারণার মামলায় অভিযুক্ত দেবাশিসকে আদালত ৩ জুন প্রেসিডেন্সি জেলে পাঠায়। তার পরেই ফোন আসা শুরু। এডিজি (কারা) বলেন, “ওই অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। জেলে মোবাইল এল কী ভাবে, তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। জেলের কর্তাদের কাছ থেকে সবিস্তার রিপোর্ট চাওয়া হয়েছে।”

বেআইনি অস্ত্র উদ্ধার
পুকুরের ধার থেকে পাঁচটি দেশি রিভলভার ও ছ’টি বন্দুক মিলল। রবিবার, কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনগাছি পাত্রপাড়া থেকে ওই বেআইনি অস্ত্র উদ্ধার হয়। পুলিশ জানায়, ওই ঘটনায় জড়িত অভিযোগে অনিতা মণ্ডল নামে এক গৃহবধূ গ্রেফতার হয়েছেন। তাঁর স্বামী পলাতক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মুক্ত হলদিরাম-কর্তা
তেলেভাজা দোকানির সঙ্গে মারপিটের ঘটনায় ধৃত হলদিরাম ভুজিয়াওয়ালার কর্ণধার প্রভুশঙ্কর অগ্রবাল সোমবার সকালে জামিনে মুক্তি পেলেন। রবিবার রাতে পোস্তা থানার কলাকার স্ট্রিটে রঞ্জন সোনকার নামে ওই দোকানির সঙ্গে মারপিট হয় প্রভুর। পুলিশ জানায়, দোকানে বিদ্যুৎ-সংযোগ যথাযথ আছে কি না দেখতে গিয়ে প্রভুর সঙ্গে রঞ্জনের বচসা ও হাতাহাতি হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় থানা থেকেই জামিনে মুক্তি পান প্রভু।

আগ্নেয়াস্ত্র উদ্ধার
বালিগঞ্জ স্টেশন এলাকা থেকে সোমবার ৮০টি বোমা এবং তিনটি ওয়ানশটার উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে ওই সব অস্ত্র ওখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। রাতে বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর সংঘর্ষে শূন্যে গুলি চালানো হয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাড়ির ধাক্কায় জখম রুদ্রনীল
সোমবার গভীর রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাত ১১টা নাগাদ গল্ফগ্রিনের একটি ক্যাফের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। রুদ্রনীল নিজের গাড়িতে ওঠার সময়ে অন্য একটি গাড়ি তীব্র গতিতে এসে তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ছিটকে পড়ে মাথার পিছন দিকে ভয়ানক আঘাত পান তিনি। নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে থাকা। তাঁকে ঢাকুরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়। সিটি স্ক্যানও হয়। রুদ্রনীলের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে, চিকিৎসকরা তাঁর মস্তিষ্কের ডান দিকে একটি আঘাতের চিহ্ন পেয়েছেন। রুদ্রনীলের অবস্থা আশঙ্কাজনক।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.