|
|
|
|
ময়ূরেশ্বরের স্কুলে তালা বাসিন্দাদের |
নিজস্ব সংবাদদাতা² ময়ূরেশ্বর |
শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের মাঠমহুলা প্রাথমিক স্কুলে। অভিযোগ, ১৪৫ জন পড়ুয়ার জন্য ৩ জন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে অসুস্থতার জন্য এক জন প্রায়ই ছুটিতে থাকেন। মিড-ডে মিল রান্নার জন্য বাস্ত থাকেন এক জন। সংশ্লিষ্ট মল্লারপুর চক্রের স্কুল পরিদর্শক সমীর সোম বলেন, “এখন শিক্ষক নিয়োগ করা সম্ভব নয়। যিনি ছুটিতে আছেন, তিনি স্কুলে যোগ দিলেই সমস্যা মিটে যাবে।” অন্য দিকে, এ দিনই সিউড়ি ২ ব্লকের ইমাদপুর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক স্কুলঘরের কাজকর্মে নয়ছয়ের অভিযোগ তুলে তিন সাতেক আগে কাজকর্ম বন্ধ করে দেওয়ার পরে টাকার হিসেব চাইলেন অভিভাবকেরা। স্কুলের শিক্ষক তথা স্কুল পরিচালন কমিটির সম্পাদক তপন ঘোষ বলেন, “এ দিন জরুরি বৈঠক হয়েছে। সর্বশিক্ষা মিশনের অনুদানের টাকায় যাবতীয় কাজ হয়েছে। প্রয়োজনে একটি কমিটি গড়ে বাকি কাজ সম্পূর্ণ করার প্রস্তাব রেখেছি। অভিভাবকেরা ফের কাজ শুরু করার জন্য বলেছেন।” তৃণমূলের সিউড়ি ২ ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, “বৈঠকে আর্থিক অনুদানের বিষয়টি আলোচনা হয়েছে।” |
|
|
|
|
|