টুকরো খবর


রামপুরহাটের দু’টি পশু হাসপাতালে জলের যোগান নেই। সোমবার তা দেখে রীতিমতো ক্ষুব্ধ প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী নুরে আলম চৌধুরী। এ দিন তিনি মহকুমা পশু চিকিৎসালয় ও রামপুরহাট ১ ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। এখানে যাতে দ্রুত জলের ব্যবস্থা করা হয় সে জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়ার কথা বলেন মন্ত্রী নুরে আলম চৌধুরী। এর আগে তিনি রামপুরহাট থানার ছোড়া মৌজায় রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে রাজ্যের সর্ববৃহৎ ব্লক অ্যানিম্যাল রিসোর্স কমপ্লেক্স পরিদর্শনে যান। জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের সহ অধিকর্তা নারায়ণদাস ভৌমিক বলেন, “রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনায় প্রায় সাড়ে ৫ একর জমির উপরে ৬০ লক্ষ টাকা ব্যায়ে ওই প্রকল্প গড়ে উঠছে। ওই প্রকল্পের মাধ্যমে হাস, মুরগি, ছাগল, পোল্ট্রি খামার গড়া হবে। প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।” মন্ত্রী বলেন, “ওখানে যাওয়ার রাস্তার কাজ এখনও বাকি আছে। বিদ্যুৎ ও জলের ব্যবস্থা করার জন্য বিডিওকে বলা হয়েছে।”

বোলপুরের নতুন পুরপ্রধান
সর্বসম্মতিক্রমে বোলপুরের পুরপ্রধান হচ্ছেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ভকত। সোমবার সন্ধ্যায় দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “নিয়মনীতি মেনে সুশান্তবাবু শপথ নেবেন। ১১ জুন শপথ নেবেন বলে সিদ্ধান্ত হয়েছে।” প্রসঙ্গত, ১৯ সদস্যের বোলপুর পুরসভায় পুরভোটে ১২টি আসন পেয়েছিল তৃণমূল। ৫টি কংগ্রেস, ২টি সিপিএমের দখলে। প্রথমে পুরপ্রধান হয়েছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রনাথ সিংহ। বর্তমানে তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছেন। স্বভাবতই পুরপ্রধান পদ থেকে তিনি ইস্তফা দেন। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানের দিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুশান্তবাবু। উপপ্রধান পদে পুনর্বহাল থাকবেন নরেশচন্দ্র বাউরি।

রেলকর্মী জখম
জখম অবস্থায় উদ্ধার হলেন এক রেলকর্মী। ওই ব্যক্তির নাম রামকৃষ্ণ মাহাতো। বাড়ি বলরামপুর থানার নামসোল গ্রামে। সোমবার সকালে বাড়ির অদূরে জখম অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। তাঁকে প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে, পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বরাভূম স্টেশনের চতুর্থ শ্রেণির কর্মী রামকৃষ্ণবাবু অসুস্থ থাকায় ছুটিতে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরমের জন্য তিনি রাতে একাই বাড়ির বাইরে শুয়েছিলেন। সকালে গ্রামবাসীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পঞ্চায়েতে বিক্ষোভ
১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি রোধ, বিপিএল তালিকা সংশোধন, পানীয় জলের সমস্যা মেটানো-সহ সোমবার ময়ূরেশ্বরের ডাবুক পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। পরে তারা প্রধান, সিপিএমের ফরিদার রহমানের কাছে স্মারকলিপি দেয়। প্রধান তাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.