ট্রেনে বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে গোলমাল করার অভিযোগে রবিবার রাতে কামরূপ এক্সপ্রেস থেকে দু’জন জওয়ানকে গ্রেফতার করেছে কাটোয়ার রেল পুলিশ। ধৃতদের নাম ভ্যানিয়েল সেল পুইয়া ও এলএম পুইয়া। তাঁরা দু’জন অসম রেজিমেন্টের জওয়ান। জিআরপি-র ওসি তুষার সর্দার বলেন, “ধৃতদের রেল সুরক্ষা বাহিনীর হাতে কুলে দেওয়া হয়েছে।” জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জওয়ান এ দিন হায়দ্রাবাদ থেকে ফিরছিলেন। হাওড়াতে নেমে তাঁরা কামরূপ এক্সপ্রেসে উঠে পড়েন। সংরক্ষিত কামরার টিকিট না থাকলেও তাঁরা এস-৭ কামরায় উঠে পড়েন। ওই কামরার নাগাল্যান্ড রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে বসার জায়গা নিয়ে বচসার জেরে তাঁদের হাতাহাতি হয়। রেল সূত্রে খবর, রবিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ট্রেনের চেন টেনে ট্রেনটি থামানো হয়। এই ঘটনার খবর পেয়ে কাটোয়া জিআরপি ও আরপিএফ কর্মীরা ওই কামরায় উঠতে গেলে ধৃতেরা তাঁদের বাধা দেয় বলেও অভিযোগ। রেলের এক কর্মী বলেন, “পুলিশকে আসতে দেখে ওই কামরার সমস্থ দরজা বন্ধ করে দেন ওই দু’জন। বাধ্য হয়ে পুলিশ কর্মীরা অন্য কামরা দিয়ে ঢুকে তাঁদের গ্রেফতার করে। এই ঘটনার জেরে ট্রেনটির প্রায় ১৮ মিনিট দেরি হয়।” রবিবার রাতে ধৃতেরা বলেন, “আমাদের সঙ্গে নাগাল্যান্ড রেজিমেন্টের জওয়ানদের খাবার নিয়ে ঝামেলা হয়। তখন ওদের এক জন আমাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেন।” আরপিএফের কাটোয়া শাখা সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা কাটোয়া মহকুমা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন।
|
কংগ্রেস কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েত দফতরের তালা খুলতে না দেওয়ায় সোমবার বিডিওর কার্যালয়ে গিয়ে হাজিরা দেন প্রধান-সহ অন্য কর্মীরা। উল্লেখ্য, গত শুক্রবার সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েত কার্যালয়ে দুর্নীতির অভিযোগে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস। এ দিন বিডিওর কাছে পঞ্চায়েত প্রধান নীলরতন হালদার জানান, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ফলে ওই কার্যালয়ে গিয়ে কাজ করা সম্ভব নয়। ওই পঞ্চায়েতের বিরোধী দল নেতা কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিডিও পঞ্চায়েতে আলোচনায় না বসলে আমরা তালা খুলতে দেব না।” কেতুগ্রাম-২ বিডিও হেমন্ত ঘোষ অবশ্য বলেন, “দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার জন্য অফিসে ডেকেছিলাম। কিন্তু বিক্ষোভকারীরা আসেননি। পঞ্চায়েত কর্মীদের অফিসে ঢুকতে না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
একটি সোনার দোকান থেকে লক্ষাধিক টাকা, সোনা ও রুপোর গয়না চুরি করে এক দল দুষ্কৃতী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার কৈথন বাসস্টপেজের কাছে। দোকানের মালিক দেবকুমার নন্দী কাটোয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, একটি ব্যাগের ভিতরে টাকা ও গয়না রেখে রাস্তার ধারে একটি কল থেকে জল আনতে যান তিনি। সেই সময়ে বাইকে করে আসা তিন জন দুষ্কৃতী দোকান থেকে ওই ব্যাগটি নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত হচ্ছে।
|
বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে রবিবার সংবর্ধনা দিল কাটোয়া বইমেলা অছি পরিষদ। এ দিন ৫ নম্বর ওয়ার্ড ও আইএনটিইউসি অনুমোদিত পুর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়।
|
নিজস্ব সংবাদদাতা ² বর্ধমান |
সুব্রত কাপের অনূর্ধ্ব ১৪ জোন ফাইনালে জয়ী হয়েছে বর্ধমানের পুরবালক বিদ্যালয়। এ দিনের ফাইনাল খেলায় তারা টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে গন্তার বিএম হাইস্কুলকে। সেমিফাইনালে গন্তার ৩-০ গোলে হারায় সিএমএস বিসিরোডকে। অন্য দিকে, অনূর্ধ্ব ১৭ পর্যায়ে ফাইনালে উঠেছে রাইপুর কাশিয়াড়া উচ্চবিদ্যালয় ও সিএমএস বাবুরবাগ। |