টুকরো খবর |
|
জেলায় ৩ মন্ত্রী, ‘পাইলট কার’ নিয়ে চিন্তায় মালদহের পুলিশ |
নিজস্ব সংবাদদাতা ² মালদহ |
সাবিত্রী মিত্র আগেই পূর্ণমন্ত্রী হয়েছেন। শুক্রবার জেলার আরও দুই বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় জেলা কংগ্রেসে কর্মী, সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। তবে পুলিশ কর্তারা চিন্তায় পড়েছেন জেলার তিনমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ, জেলায় সরকারিভাবে পাইলট কারের সংখ্যা তিনটিই। তার উপরে দুই দিনাজপুরের তিনমন্ত্রী যাতায়াত করবেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “জেলার তিন মন্ত্রী, দুই দিনাজপুরের মন্ত্রী এবং ভিাইপিদের জন্য পাইলট কার নিয়ে একটা সমস্যা হতে পারে। আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।” শুধু পাইলট কার নয়, তিন মন্ত্রীর নিরাপত্তায় ৩০ জনের মত মোতায়েন করতে হবে। বিভিন্ন থানা, ফাঁড়িতে নিয়োগের পর ওই পুলিশ কর্মীদের ব্যবস্থা করা নিয়েও পুলিশ কর্তারা আলোচনা শুরু করেছে। এর মধ্যে প্রতি মন্ত্রীর বাড়ির জন্য একজন অফিসার-সহ ছয়জন করে পুলিশ কর্মীদের মোতায়েন করতে হবে। পাশাপাশি, প্রতিটি পাইলটকারে একজন করে অফিসার এবং চার জন পুলিশ কর্মীও রাখার ব্যবস্থা করতে হচ্ছে। এ দিকে আজ, শনিবারই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদহে ফির ছেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা ²মাথাভাঙ্গা |
|
ছবি: হিমাংশুরঞ্জন দেব। |
একই রাতে দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙ্গায়। বৃহস্পতিবার রাতে শহরের মদনমোহন মন্দির ও মেন রোড এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। (ছবিতে) মদনমোহন মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। পরে শহরের মেন রোডে একটি কালী মন্দিরের বিগ্রহের সোনা চুরি করে পালায় দুষ্কৃতীরা। সদর মহকুমাশাসক রুমেলা দে বলেন, “মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দুটি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে।” |
সংঘর্ষে জখম ৩০ |
নিজস্ব সংবাদদাতা ² কোচবিহার |
একটি বাসের সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষে ৩০ জন যাত্রী জখম হয়েছেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের কোতয়ালি থানার হরিণচওড়া এলাকায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে দিনহাটাগামী একটি ছোটগাড়ির সঙ্গে সাহেবের হাট থেকে কোচবিহারমুখী একটি যাত্রিবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উল্টে যায়। জখমদের মধ্যে ১২ জনকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
বামপন্থীদের সংগঠন ছেড়ে গেলেন শতাধিক সেচকর্মী |
নিজস্ব সংবাদদাতা ²মালবাজার |
বামপন্থী কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটিতে ফাটল ধরল মালবাজারে। মহকুমার গজলডোবার তিস্তা সেচ প্রকল্পের প্রায় শতাধিক সেচ কর্মী কো-অর্ডিনেশন কমিটি ছেড়ে ডানপন্থী সংগঠন স্টেট এমপ্লয়িজ ফেডারেশনে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার সংগঠন ওই কর্মীরা তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ফেডারেশনের তরফে অধীর শাসমল। তিনি জানান, প্রকল্পের দুর্নীতি এবং চাকরির ক্ষেত্রের নামা সমস্যা জন্যই গ্রুপ সি ও ডি কমীর্রা সংগঠন বদল করেছেন। এ ছাড়া কয়েক জন সহকারী বাস্তুকারও তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন বলে অধীরবাবু এ দিন জানিয়েছেন।
|
উদ্যোগী চেয়ারম্যান |
নিজস্ব সংবাদদাতা ²রায়গঞ্জ |
শহরের রাস্তার উপর থেকে বিদ্যুতের খুঁটি সরাতে উদ্যোগী হলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। আজ, শনিবার বিষয়টি নিয়ে তিনি জেলাশাসক, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার রায়গঞ্জের বকুলতলা মোড়ে বাসের ধাক্কায় সাইকেল আরোহী ছাত্রীর মৃত্যু হয়। এর পরেই রাস্তায় থাকা বিদ্যুতের খুঁটি সরানোর দাবি ওঠে। |
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত |
আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ-২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চাকুলিয়া থানার কালিয়ারা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, কালিয়ারা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৬ জনের দুষ্কৃতী দল জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে দু’জনকে ধরে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ১টি দেশি বন্দুক, ১ টি ভোজালি, ১ টি শাবল উদ্ধার হয়। ধৃতরা মালদহের চাঁচলের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
|
জেল পরিদর্শন |
ইসলামপুর সংশোধনাগার পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ বোর্ড চেয়ারপার্সন রূপা মিত্রচৌধুরী। শুক্রবার তিনি সংশোধনাগারে গিয়ে বেশ কয়েক জন বন্দির সঙ্গে কথা বলেন। সংশোধনাগারে বন্দি থাকা কমবয়য়ীদের সমাজের মূলস্রোতে ফেরানোর প্রক্রিয়ার অঙ্গ হিসাবে তিনি এ দিন ইসলামপুরে আসেন। |
|