|
|
|
|
মহকুমা হাসপাতাল |
দুর্নীতি, প্রাক্তন সুপারের নামে নালিশ কাঁথিতে |
নিজস্ব সংবাদদাতা ²কাঁথি |
চুক্তির ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের নামে ভুয়ো তালিকা স্বাস্থ্য দফতরে পাঠানোর অভিযোগ উঠল কাঁথি মহকুমা হাসপাতালের পূর্বতন সুপার তুহিনকান্তি মাঝির বিরুদ্ধে। ওই তালিকা নিয়ে সরব হয়েছে স্টেট গভর্মেন্ট নন-গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সংগঠনের কাঁথি মহকুমা সভাপতি আলয় মাইতির অভিযোগ, “২০০৯ সালের ডিসেম্বরে স্বাস্থ্য দফতরে ৩৫ জনের যে তালিকা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৩৩ জনের নামই ভুয়ো। তারা কখনও কাঁথি হাসপাতালে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হিসেবে কাজই করেনি। উল্টে তাদের অনেকেই পূর্বতন সুপার-সহ কো-অর্ডিনেশন কমিটি করা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য-সহায়ক ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের ঘনিষ্ঠ আত্নীয়।” পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে কাঁথি মহকুমা হাসপাতালে দৈনিক ৪০ টাকা মজুরিতে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য তালিকা চেয়ে পাঠানো হয়। সেই মতো ওই বছর ১৪ ডিসেম্বর হাসপাতালের তৎকালীন সুপার তুহিনকান্তিবাবু ৩৫ জনের নামের তালিকা পাঠান। কিন্তু ওই তালিকার অধিকাংশ নামই ভুয়ো বলে অভিযোগ ওঠায় অবিলম্বে তা বাতিলের দাবি তুলেছে নন-গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। গোটা ঘটনার দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেনও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে।” |
|
|
|
|
|