টুকরো খবর
|
ওষুধ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা ²বোলপুর |
বোলপুর থানা এলাকার একটি উপস্বাস্থ্যকেন্দ্র থেকে চুরি যাওয়া ওষুধ শুক্রবার উদ্ধার হয়েছে সিয়ান ও খোসকদমপুর গ্রামের একটি মাঠ থেকে। পুলিশ জানায়, বুধবার ওষুধগুলি চুরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওষুধগুলি উদ্ধার করে পুলিশ। বোলপুরের এসিএমওএইচ জয়ন্ত সুকুল বলেন, “লায়েকবাজার উপস্বাস্থ্যকেন্দ্রের ৪টি তালা ভেঙে চুরি হয়েছিল।” অপমৃত্যু। কীটনাশক খেয়ে মৃত্যু হল দুই বধূ-সহ এক যুবকের। মৃতেরা হলেন, নলহাটির কুরুমগ্রামের ভোলানাথ মণ্ডল (২০), নলহাটির কুমারসণ্ডার রিনা ফুলমালি (৩৪)। ময়ূরেশ্বরের রাংতারা গ্রামের টুম্পা মণ্ডল (২২)।
|
হাসপাতালের
উন্নয়নের দাবি |
নিজস্ব সংবাদদাতা²আসানসোল |
হাসপাতালের উন্নয়ন-সহ বেশ কিছু দাবিতে আসানসোল মহকুমা হাসপাতালে সুপারের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন অ্যাসেসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। বিক্ষোভ শেষে সুপারের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, স্বাস্থ্য দফতর এই হাসপাতালে সাড়ে চারশো শয্যা রাখার কথা ঘোষণা করেছে। শয্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আনুপাতিক হারে চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী বাড়াতে হবে। গুরুত্ব বুঝে হাসপাতালকে অতিরিক্ত জেলা হাসপাতালে উত্তীর্ণ করতে হবে। বহির্বিভাগে চিকিৎসকদের সময়ে আসা নিশ্চিত করা এবং অন্তর্বিভাগে চিকিৎসকদের ২৪ ঘণ্টায় দু’বার পরিদর্শন বাধ্যতামূলক করতে হবে। হাসপাতালে পুলিশ ক্যাম্প চালুর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার দাবি জানানো হয়েছে। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠিয়ে দেওয়া হবে।
|
জলাতঙ্ক রুখতে |
নিজস্ব সংবাদদাতা²কলকাতা |
জলাতঙ্ক রুখতে বিনামূল্যে প্রতিষেধক দেবে কলকাতা পুরসভা। আগামী জুলাই মাস থেকে পুরসভার পনেরোটি বরোতেই একটি নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র থেকে এই প্রতিষেধক দেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।
|
প্রসূতির অ্যাম্বুল্যান্স |
নিজস্ব সংবাদদাতা²কলকাতা |
অন্তঃসত্ত্বা ও নবজাতকদের নিখরচায় দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য চালু হল ‘নিশ্চয় যান’ প্রকল্প। শুক্রবার মহাকরণ সূত্রে এই বিশেষ অ্যাম্বুল্যান্সের কথা জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের এই অ্যাম্বুল্যান্সের জন্য ‘১০২’ টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে। |
|