|
|
|
|
খাতড়া হাসপাতালে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা ²খাতড়া |
পরিষেবা সংক্রান্ত গুচ্ছ অভিযোগ তুলে শুক্রবার খাতড়া মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়েরা। পরে সেই বিক্ষোভে সামিল হলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসছেন না। অধিকাংশ চিকিৎসক মাসের বেশির ভাগ দিন গরহাজির থাকেন। মহকুমা হাসপাতালের সুপারের গলায় মালা দিয়ে প্রতীকী প্রতিবাদও জানান বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রের খবর, এ দিন মহকুমা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেরিতে আসায় ক্ষোভ ছড়ায় রোগীদের মধ্যে। সকাল ১০টা নাগাদ রোগীর আত্মীয়েরা হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণ পরে সুপার বার্নামান টুডু হাসপাতালে এলে তিনিও বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূলের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি শ্যামল সরকারের অভিযোগ, “মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান তলানিতে ঠেকেছে। প্রায় দিনই চিকিৎসকেরা অনুপস্থিত থাকায় রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। বহির্বিভাগে দেরিতে বসছেন কর্ত্যবরত চিকিৎসক।” তাঁর দাবি, সুপার নতুন এসেছেন। তাই তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করেছেন স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মীরা। বার্নামানবাবু বলেন, “বুধবারই আমি এই পদে যোগ দিয়েছি। সব এখনও বুঝে উঠতে পারিনি। এক মাসের মধ্যে আশা করি মহকুমা হাসপাতালে কর্মসংস্কৃতি ফিরবে। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে এ ব্যাপারে বসা হবে।” |
|
|
|
|
|