টুকরো খবর


প্রহৃত তৃণমূল নেত্রী সহ তিন
ব্যবসার লেনদেন নিয়ে গোলমালে জেরে তৃণমূলের এক নেত্রী ও তাঁর ছেলেমেয়েকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের চার সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের আলিপুরদুয়ার থানার চকোয়াখোত গ্রাম পঞ্চায়েতের মথুরা মোড়ে। পুলিশ জানায়, জখম ওই মহিলার নাম চারুবালা রায়। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক মহিলা তৃণমূলের সম্পাদিকা পদে রয়েছেন। এ ছাড়াও জখম হয়েছেন চারুবালা দেবীর মেয়ে পিঙ্কি ও ছেলে দীপক। চারুবালা দেবী এবং পিঙ্কিকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে যান আলিপুরদুয়ার থানার আইসি মনোজ চক্রবর্তী। তিনি বলেন, “৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্যবসার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে।” তৃণমূলের আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক সভাপতি মৃনাল বর্মনের অভিযোগ, বিধানসভা নির্বাচনে চারুবালা দেবী ওই এলাকায় ব্যপক কাজকর্ম করেছেন। সে জন্যই সিপিএম সমর্থকরা হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি। সিপিএমের আলিপুরদুয়ার ১ নম্বর জোনাল কমিটির সম্পাদক যতীশ রায় বলেন, “ব্যবসা সংক্রান্ত ব্যপার নিয়ে ওই গণ্ডগোল হয়েছে। ওই ঘটনায় রাজনৈতিক রং দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।” চারুবালা দেবী বলেন, “এদিন সকালে হঠাৎ ওই ৪ জন লাঠি, চেন নিয়ে বাড়িতে চড়াও হয়ে মারধর শুরু করে। প্রতিবেশীরা ছুটে না এলে আমাদের মেরে ফেলত।”

পঞ্চায়েতে তালা
প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল একদল কংগ্রেস সমর্থক। শুক্রবার আলিপুরদুয়ার-২ ব্লকের চাপরের পাড়-১ পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। এ দিন কয়েকশো কংগ্রেস কর্মী ও সমর্থক ওই আন্দোলনে যোগ দেন। স্থানীয় কংগ্রেস নেতা রঞ্জন রায় বলেন, “ইন্দিরা আবাস যোজনার ঘর বিলি নিয়ে দীর্ঘদিন থেকে দুর্নীতি চলছে। বিষয়টি ব্লক ও মহকুমা প্রশাসনের কর্তাদের জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এ দিন পঞ্চায়েত দফতরে তালা ঝোলানো হয়েছে।” বিডিও সৌমেন মাইতি বলেন, “অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষুব্ধ পার্শ্বশিক্ষকেরা
পার্শ্বশিক্ষকদের নিয়োগপত্র দেওয়া নিয়ে জেলা সর্বশিক্ষা মিশনের টালাবাহানায় আন্দোলনে নামার হুমকি দিল নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটি। সংগঠনের অভিযোগ, বাম সরকারের আদেশ ছিল রাজ্যে সমস্ত প্রাথমিক স্কুল, আপার প্রাথমিক স্কুল ও হাইস্কুলগুলিতে যে পার্শ্বশিক্ষকরা চুক্তি ভিত্তিতে কাজ করছেন তাঁদের নিয়োগপত্র দিতে হবে। সংগঠনের তরফে জেলা প্রকল্প আধিকারিকের স্মারকলিপি দেওয়া হয়। এত দিনেও সে আদেশ মানা হয়নি। সংগঠনের জেলা সম্পাদক রমেশ রায় বলেন, “গত ২৩ মে সংগঠনের কয়েকজন প্রতিনিধি প্রকল্পের আধিকারিকের কাছে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করি। লাভ না হওয়ায় ফের ২ জুন দেখা করি। এত দিনেও তা স্কুলগুলিতে পাঠানো হয়নি।” তিনি দাবি করেন, “সরকারিভাবে ওই আদেশ হওয়ার পরে স্কুলগুলি থেকে পার্শ্বশিক্ষকদের সমস্ত বিবরণ তালিকা প্রকল্পে জমা দেওয়া হয়। তাও এই নিয়ে কেন টালবাহানা করা হচ্ছে বুঝতে পারছি না।” অতি সত্বর সরকারের ওই আদেশ মানা না হলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্প আধিকারিক আলোক মহাপাত্র বলেন, “এপ্রক্রিয়া চলছে। কাজ অনেকটাই এগিয়েছে। জুন মাসের মধ্যে তা দেওয়া হবে।”

মন্ত্রীর প্রতিশ্রুতি
টোটোপাড়ার দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক ভাবে সাহায্য করতে নিজেই টোটোপাড়ায় যাবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি এ দিন টোটোপাড়ার ছাত্রছাত্রী যারা এ বারে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তাদের খোঁজ নিতে জেলার তফসিলি আধিকারিক সেখানে এখনও না যাওয়ায় মন্ত্রী গৌতমবাবু প্রকাশ্যেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তার পরে শুক্রবার জলপাইগুড়ি জেলায় এসে মন্ত্রী টোটোপাড়ার কৃতীদের কাছে যাওয়ার কথা বলেছেন।

মুখ্যমন্ত্রীর কাছে কর্মহারা কর্মীরা
বসুমতী পুনরুজ্জীবিত করে পুরানো কর্মীদের স্থায়ী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে দ্বারস্থ হলেন বসুমতী সংস্থার কর্মহারা কর্মী সংগঠন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। সংগঠনের তরফে উষারঞ্জন দাস জানিয়েছেন, ১৯৯২ সাল থেকে তথ্য ও সংস্কৃতি দফতরের আওতায় বসুমতী খোলা হয়। লিখিত আশ্বাস দেওয়ার পরেও বাম সরকার কাউকে স্থায়ী করেনি। ২০০৪ সালে সংস্থাটি পুলিশকে দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

সেতুর রাস্তা ভাঙল
টানা বৃষ্টির ফলে বৃহস্পতিবার রাতে একটি সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙে গেল। রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলের সাহুডাঙ্গি-ফারাবাড়ি রাস্তায় আদর্শপল্লিতে ঘটনাটি ঘটেছে। পঞ্চায়েত থেকে জরুরি ভিত্তিতে তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.