পাঁচ দফা দাবি
সংখ্যালঘুদের প্রতিশ্রুতি মন্ত্রীর
ত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য পাঁচ দফা দাবি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি কর্পোরেশনের ওয়ার্ড কমিটি, সংখ্যালঘু সেল ও খ্রিস্টান ফোরামের কর্মকর্তারা। শুক্রবার পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীকে দিয়ে তাঁরা উত্তরবঙ্গে থিয়েটার ভিলেজ, ফিল্ম সিটি, বিজ্ঞান মঞ্চ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আঞ্জুমান ভবন, কবরস্থান ও কমিউনিটি হল গড়ে তোলার আবেদন জানান। শিলিগুড়ি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক দত্ত, দার্জিলিং জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের আহ্বায়ক আরশাদ হোসেন, শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরামের পাস্টার কৌস্তভ দত্ত শনিবার মন্ত্রীকে জানান, সাংস্কৃতিক বিকাশের জন্য দ্রুত উত্তরবঙ্গে একটি থিয়েটার ভিলেজ গড়ে তোলা জরুরি। কারণ, ওই ধরণের ব্যবস্থা না থাকায় স্থানীয় নাট্যগোষ্ঠীগুলি এক ছাতার তলায় বসে মতামত বিনিময়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নাটক শিক্ষার ব্যবস্থাও করা সম্ভব হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গকে সুইজারল্যাণ্ড করে তোলার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে কৌশিকবাবুরা জানান, সুইজারল্যাণ্ড হয়ে ওঠার মতো যথেষ্ট প্রাকৃতিক সম্পদ রয়েছে উত্তরবঙ্গে। প্রয়োজন তা কাজে লাগানোর মতো উদ্যোগ। বলিউডের আদলে এখানে গড়ে উঠতে পারে ফিল্ম সিটি ‘শিলিউড’। সেটা হলে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্মকে কুসংস্কার মুক্ত করে তোলার উপরেও গুরুত্ব দিয়েছেন কৌস্তভবাবুরা। স্মারকলিপিতে তাঁরা বলেছেন, ‘শিক্ষার মান উন্নয়ন বলতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং মাদ্রাসা স্থাপন নয়। প্রয়োজন মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা। এ জন্য উত্তরবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। যেখান থেকে ডাইনি প্রথা, ভণ্ড চিকিৎসার বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই চালানো সম্ভব হবে। এ ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিলিগুড়ি সহ বিভিন্ন জেলায় আঞ্জুমান ভবন গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। যেখানে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হবে। শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়া এবং ডাবগ্রাম এলাকায় প্রচুর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস। তাঁদের জন্যও কমিউনিটি হল ও কবরস্থানের ব্যবস্থা করা দরকার।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.