আজ ফল বেরোবে উচ্চ মাধ্যমিকের

বছরের উচ্চ মাধ্যমিকের ফল আজ, শনিবার প্রকাশিত হবে। এ বার পরীক্ষায় বসেছিলেন ছ’লক্ষ ৩৮ হাজার ২৪০ জন ছাত্রছাত্রী। পরীক্ষার্থীদের হাতে আজই মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে। বেলা ১১টার পরে যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে:
http://wbchse.nic.in,
http://results.banglarmukh.gov.in,
http://wbresults.nic.in,
http://results.westbengal.gov.in,
www.exametc.com,
www.rediff.com/exams,
results.sify.com,
results.classontheweb.com,
http://www.indiatimes.co.in,
www.schools9.com,
www.indiaresults.com,
www.examresults.net,
www.calcuttatelephones.com
এসএমএসে ফল জানতে হলে WB12-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। যে-সব নম্বরে এসএমএস পাঠাতে হবে, সেগুলি হল: ৫৭৩৩৩, ৫৪২৪২, ৫৪৩২১২২২২ (এয়ারটেল), ৫৫৪৫৬ (আইডিয়া), ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৫০৬ (রিলায়্যান্স), ৫৬৭৩০ (ভোডাফোন), ৫৬৭৬৭৯৯৯, ৫৮৮৮৮, ৫৬২৬৩।
টেলিফোনে ফল জানা যাবে এই সব নম্বরে: ৫৪৩২১২২২২ (এয়ারটেল), ৫৫৪৫৬৭৮ (আইডিয়া), ১২৫৫৫৬০ (বিএসএনএল), ৫৬৫৬৬ (রিলায়্যান্স), ৫৬৭৩১ (ভোডাফোন), ৫৮৮৮৮, ৫০৫১০১০৯৬, ১২৫৫৫৯৬ (বিএসএনএল)।
এ দিকে, ১০ দিন আগে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও মার্কশিট পাননি মধ্যমগ্রামের সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। তাই কলেজে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। স্কুলকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সদুত্তর মিলছে না বলে অভিভাবকদের অভিযোগ। স্কুলের তরফে এ দিন বলা হয়েছে, দিল্লিতে সিবিএসই-র মূল দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মার্কশিট শীঘ্রই স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছে বোর্ড।

previous Story Rajya Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.