রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিরা স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানালেন স্কুলশিক্ষা মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ১৯টি জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। পালাবদলের পরে প্রতিটি জেলার সংসদের সভাপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করতে চেয়েছেন বলে স্কুলশিক্ষা মন্ত্রীর দাবি। শুক্রবার সব জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকের পরে রবীন্দ্রনাথবাবু বলেন, “এখনও অবশ্য লিখিত কোনও পদত্যাগপত্র জমা পড়েনি।” |