দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার আয়লা-বিধ্বস্ত এলাকায় নদীবাঁধ মেরামত এবং মেদিনীপুরের কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে সব দলের জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইল রাজ্য সরকার। সেচমন্ত্রী মানস ভুঁইয়া শুক্রবার জানান, জমি অধিগ্রহণ না-হওয়ায় ওই দুই প্রকল্পে কাজই শুরু করা যায়নি। যদিও আয়লা-বিধ্বস্ত এলাকায় কাজের জন্য ১০০০ কোটি টাকা এবং কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কার প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
দ্রুত জমি অধিগ্রহণের জন্য মানসবাবু এ দিন দক্ষিণ ২৪ পরগনার সব দলের সাংসদ, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলিপুরে বৈঠক করেন। এর পরে উত্তর ২৪ পরগনা এবং মেদিনীপুরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে
বৈঠক করবেন তিনি। সেচমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে একটি রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার বন্যা প্রতিরোধ ও
নদীবাঁধ মেরামতের বিষয়টিকে গুরুত্ব দেবে। সেচ দফতর আয়লা-বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সারানোর জন্য জেলা পরিষদকে সব রকম কারিগরি সহায়তা দেবে বলে
সিদ্ধান্ত হয়েছে। |