|
|
|
|
আপত্তি, কলেজে কর্মী নিয়োগ স্থগিত |
নিজস্ব সংবাদদাতা ² বাঁকুড়া |
বাঁকুড়া জেলা সারদামণি মহাবিদ্যালয়ে কর্মী নিয়োগের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিলেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত বলেন, “১৪ ও ১৫ জুন কলেজের চারটি পদে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণে আপাতত তা স্থগিত রাখা হল। বৃহস্পতিবার কলেজের পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।”
অধ্যক্ষ ‘অনিবার্য কারণ’ বললেও কলেজ সূত্রের খবর, কর্মী-নিয়োগ নিয়ে সরব হয়েছিলেন শহরের কিছু বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস। ‘অবৈধভাবে কর্মী নিয়োগের চেষ্টা চলছে’ এই অভিযোগ তুলে তাঁরা সম্প্রতি অধ্যক্ষকে স্মারকলিপিও দেন। নেতৃত্বে ছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বর্তমান তৃণমূল কাউন্সিলর তনুশ্রী ঘোষ সিন্দাল। তার জেরেই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
কলেজ সূত্রের খবর, এক জন করণিক ও তিন জন চতুর্থ শ্রেণির কর্মী (ল্যাব-অ্যাটেনডেন্ট) পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল ১৪ ও ১৫ জুন। তনুশ্রীদেবীর অভিযোগ, “রাজ্যে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পরে ওই কলেজের পরিচালন সমিতিতে আগের সরকার মনোনীত প্রতিনিধিদের নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কোনও ভূমিকা থাকা সঙ্গত নয়। কিন্তু তাঁরা এই পরিস্থিতিতে কলেজে কর্মী নিয়োগে খুব তৎপর হয়ে উঠেছিলেন। অবৈধভাবে নিয়োগ বন্ধ করার দাবিতে আমরা স্মারকলিপি দিই। কলেজ কর্তৃপক্ষ আমাদের দাবি মানতে বাধ্য হয়েছেন।”
কলেজের অধ্যক্ষ অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তাঁর বক্তব্য, “ওই চারটি পদের জন্য প্রায় ১৭৫০ জন আবেদনকারীকে লিখিত পরীক্ষায় ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে থেকে বাছাই করা কয়েক জনের মৌখিক পরীক্ষার পরে উপযুক্তদের নিয়োগপত্র দেওয়া হত। তাই ওঁদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে নানা সমস্যার জন্য আপাতভাবে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।” সেই ‘নানা সমস্যা’ কী কী, তা অবশ্য তিনি জানাতে চাননি। উল্লেখ্য, এই কলেজের পরিচালন সমিতিতে ৩ জন শিক্ষক প্রতিনিধি, ২ জন শিক্ষাকর্মী প্রতিনিধি এবং কলেজের ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক ছাড়াও সরকার মনোনীত চার জন প্রতিনিধি (বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও ১ জন সরকার মনোনীত) রয়েছেন। এই চার জন বাম সরকার মনোনীত। |
|
|
|
|
|