টুকরো খবর
|
তৃণমূল নেতার দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা ²নামখানা |
বাড়ির পাশেই পুকুর থেকে উদ্ধার হল এক তৃণমূল নেতার দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম লক্ষ্মণ প্রধান (৫০)। তিনি ওই এলাকার তৃণমূল নেতা। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পরে আর রাতে বাড়ি ফেরেননি লক্ষ্মণবাবু। শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে লক্ষ্মণবাবুর দেহ ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এদিকে লক্ষ্মণবাবুকে খুন করা হয়েছে অভিযোগ করে তদন্তের জন্য পুলিশ কুকুর আনার এবং দোষীদের ধরার দাবি জানান গ্রামবাসীরা। দেহটি য়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে এটি খুন কি না।
|
সিপিএম অফিসে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলীয় অফিসে ভাঙচুর করে লুঠপাঠ চালানোর অভিযোগ করল সিপিএম। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার খাঁকুড়দহ গ্রামে। সিপিএমের অভিযোগ, ওই দিন রাতে একদল তৃণমূল কংগ্রেস সমর্থক সিপিএম অফিসে চড়োও হয়ে হামলা চালায়। হাজার খানেক টাকাও লুঠ করা হয়েছে বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেস। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
|
ডাকাত ধৃত |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
রায়দিঘি ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মোজাফ্ফর লস্কর ও আফতাব জমাদার। ধৃতদের বাড়ি মন্দিরবাজার ও রায়দিঘি থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আরও কয়েক জন দুষ্কৃতী এই ঘটনায় জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। ধৃতদের জেরা করে ওই দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষ্মীনারায় মিনা।
|
সশস্ত্র যুবক ধৃত |
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ক্যানিংয়ের জীবনতলা থানার মউখালি গ্রামের একটি মেছোভেড়ি থেকে পুলিশ লতিফ মোল্লা নামে ওই যুবককে ধরে। তার কাছ থেকে দু’টি ওয়ান শটার রিভলভার এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। |
|