|
|
|
|
টাকা তছরুপে অভিযুক্ত প্রাক্তন বিএমওএইচ |
নিজস্ব সংবাদদাতা ²বাসন্তী |
সরকারি প্রকল্পের প্রায় ৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল বাসন্তীর প্রাক্তন বিএমওএইচ শরৎচন্দ্র হালদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বাসন্তী থানায় লিখিত ভাবে ওই অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুস্মিতা দাশগুপ্ত। শরৎচন্দ্রবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত মার্চে চাকরি থেকে ইস্তফা দেন শরৎচন্দ্রবাবু। তিনি বাসন্তী ব্লক হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশে দায়ের করা অভিযোগে সুস্মিতাদেবী জানিয়েছেন, জননী সুরক্ষা যোজনা, পোলিও টিকাকরণ-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ৮ লক্ষ টাকা খরচের কোনও হিসাব তিনি দেননি। অথচ, ৪ এপ্রিল দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পরে কয়েক দিনের মধ্যেই টাকা ফেরত দেবেন বলে শরৎচন্দ্রবাবু জানিয়েছিলেন বলে দাবি সুস্মিতাদেবীর। তিনি বলেন, “দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই শরৎচন্দ্রবাবুর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে শরৎচন্দ্রবাবু বলেন, “এত দিন পরে হঠাৎ কেন এই প্রশ্ন উঠছে, বুঝতে পারছি না। আমি এই ধরনের ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে।” পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। |
|
|
|
|
|