কিশোরীকে হাত ধরে টানার একটি ঘটনার জেরে তুলকালাম কাণ্ড ঘটে গেল বনগাঁ থানার রামচন্দ্রপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবককে ধরে নিয়ে থানায় নিয়ে আসার পরে ধৃতকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের লক্ষ করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশ কর্মীদের মাটিতে ফেলে লাথি মারা ও লাঠি পেটা করা হয়। গ্রামবাসীদের মারধরে বনগাঁ থানার আইসি মোহন সিংহ-সহ ছ’জন জখম হন। পরিস্থিতি সামলাতে এসডিপিও বিমলকান্তি বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্সের জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে যান। হামলাকারীদের ধরতে পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে।
ঘটনার সূত্রপাত বুধবার। ওই দিন গ্রামেরই একটি মেয়ের হাত ধরে টানে একটি যুবক। সেই সময়ে এই নিয়ে গ্রামে উত্তেজনা তৈরি হলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আসার আগেই অবশ্য অভিযুক্ত পালিয়ে যায়। বহস্পতিবার অভিযুক্তের খোঁজে গ্রামে এসে তল্লাশি চালিয়ে ফিরে যায় পুলিশ। এর পরে শুক্রবার বিকালে অভিযুক্ত যুবককে ধরেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনতে গেলে বাধা দেন তাঁরা। পুলিশ কোনও মতে অভিযুক্তকে নিয়ে থানায় চলে আসে।
সন্ধ্যা নাগাদ এলাকায় পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। দাবি, অভিযুক্ত যুবককে তাঁদের হাতে তুলে দিতে হবে। এর পরে আচমকাই মারমুখী গয়ে ওঠে জনতা। পুলিশকে লক্ষ করে ইট-পাথর ছোড়ে তারা। তাতে ছ’জন জখম হন। এর মধ্যেএসআই গোপাল নস্কর এবং এএসআই বিনয় জোয়ারদারের মাথায় আঘাত লাগে। তাঁদের বনগাঁ মহকুমা হাপাতালে ভর্তি করানো হয়েছে। |