অপরাধী ধরতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
অপরাধীদের ধরতে গিয়ে বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হলেন কয়েক জন গ্রামবাসী ও এক পুলিশ কর্মী। তাঁদের মধ্যে সাহারা বিবি নামে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য-সহ দু’জনকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে, বারাসত থানার কোটরা পঞ্চায়েতের কালিয়ানই গ্রামে। ওই ঘটনায় পাঁচটি বাড়িতে পুলিশ ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ অবশ্য বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। |
|
লন্ডভন্ড ঘর। ছবি: সুদীপ ঘোষ। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কিছুদিন ধরে কিছু সমাজবিরোধী দাপিয়ে বেড়াচ্ছিল। তারা বিভিন্ন বাড়িতে লুঠতরাজ করছে অভিযোগ পেয়ে পুলিশ এ দিন ওই গ্রামে যায়। দু’দিন আগেও ওই এলাকা থেকে চার জনকে ধরে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ এক জন ধরার পরে বেশ কিছু মহিলা পুলিশের উপরে চড়াও হয়ে ধৃতকে ছাড়াবার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে। এরপরেই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ছত্রভঙ্গ গ্রামবাসীরা ঘরে পালিয়ে গেলে পুলিশ কয়েকটি ঘরে ঢুকে ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করে বলে অভিযোগ। দু’টি গৃহপালিত পশুও মারা যায়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ সাহারা বিবির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। |
|